নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
সময় চলে যায় হাজারো উছিলায়,
কখনো যায় ঘুম অঘুমের দাবা খেলায়
অথবা, দৌঁড়ে চলে যায় বুক পকেটের ফাঁকফোকর দিয়ে।
ইচ্ছে হলেই সময় চলে যায় সংসার অসংসারের নাটকের স্ক্রীপ্টে,
মাঝে মাঝে চলে যায় বড়ো হতে চাওয়ার থ্রীলারে রঙিন চশমায়।
সময় যেতে যেতে টের পাই বুকের ভিতর এক বুক ভাঙছে,
শরীরের আস্তর খসে পড়ার আওয়াজ ভেসে বেড়ায় শরীরময়।
মনের মেঘে মেঘে ভেসে বেড়ায়
এক জীবনের চিরবিদায়ের করুন আর্তনাদ।
প্রতিদিন সকাল সকাল
মনে পড়ে যায়
একটি কবিতা এখনো অসম্পূর্ণ,
কবিতাটি শেষ করার জন্য আর কিছুদিন যদি পেতাম;
এই এক উছিলায়
‘সময়’ বসে থাকুক না বুকের ভিতর আর কিছুকাল,
কারোইতো কোন ক্ষতি হবে না তাতে।
আহারে,
এই পঞ্চাশের শরীরে
বুকের ভিতরে অদৃশ্য এক ঈশ্বরীয় হাত হাতরে বেড়ায়।
সেই ঈশ্বরীয় হাত
এতো কেন কাছে টানে!
এতো কেন কাছে টানে?
—————————
র শি দ হা রু ন
০৯/০১/২০২২
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অবশ্যই কন্ঠ দিবেন
খুশি হবো
ধন্যবাদ
২| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০০
শেরজা তপন বলেছেন: আপনার অনভুতি অন্তর দিয়েই অনুভব করলাম!
১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯
সাজিদ! বলেছেন: চমৎকার। আপনার অনুমতি নিয়ে আপনার কবিতায় আমি কন্ঠ দিতে চাই।