নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভাঙাচোরা জীবন

১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

প্রিয়তমা আমার
তুমি চলে যাবার পর
আমি ‌অনেকদিন বুকের দরজা- জানালা সব বন্ধ করে রেখেছিলাম।
বুক পোড়ার ভয়ে সব আটকিয়ে বসে থেকেও লাভ হয়নি কোনো আমার !
যা পোড়ার তাতো পুড়েছে,
শীতল জলে ডুব দিয়েও বুকের ভিতরে পুড়েছে সারাক্ষণ।

এক জীবনের রাস্তায়
কতো কী হারানোর হাহাকার,
অবিশ্বাসের আগুন,
না পাওয়ার যন্ত্রণা,
প্রতারণার কালো জাল
কাঁচের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
আমার ভাঙাচোরা জীবনে।

প্রিয়তমা
তুমি জেনে রাখো
সেইসব ভাঙাচোরা জীবন এখন
দু’পায়ে মাড়িয়ে যেতে শিখেছি আমি,
অল্পস্বল্প রক্ত এখনো হয়তো বুক থেকে ঝরে,
তবুও টেনে চলছি আমার এই একজীবন।

মন পুড়েছে,
শরীর ভাঙছে
শরীর ক্রমশ ‌অমসৃন হতে হতে বটগাছের বাকলের মতো হয়ে যাচ্ছে।
তুমি জেনে রাখো
টানতে টানতে একদিন আমি ঠিকই পৌঁছে যাবো আমার এক জীবনের শেষ রাস্তায়।

প্রিয়তমা
তুমি চলে যাবার পর
ভাঙাচোরা এই জীবনগুলো
প্রায়ই আমাকে মন খারাপের ভয় দেখায়।

সময় আমাকে শিখিয়েছে
মন খারাপ না করেও
একা একা বেঁচে থাকার।
—————————
র শি দ হা রু ন
১৪/০১/২০২২

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: একাকাই বেঁচে থাকায় ভাল মরনেও একা কবি দা

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.