নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির জল ও একজন নারী

১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬





‘বেঁচে আছি এখনো'
নিজেকে নিজে শুনিয়ে প্রতিদিনই বলি,
অথচ আমারতো মরে যাবার কথা ছিল বাইশ বছর আগেই,
শুধু বৃষ্টির জল পান করে
ঘুরে বেড়াচ্ছি এই শহরে
আর ভান করছি  এমন যে সুখেই ভিজছি।

বাইশ বছর আগে
এক বৃষ্টির দিনে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে এক অ‌পরিচিত নারীকে জিজ্ঞেস করেছিলাম,
“ মায়া বিক্রি হয় কোন দোকানে?”
নারীটি আমাকে বলেছিল,
'আমিই মায়া।'
একথা বলেই নারীটি বৃষ্টির জলে মিশে গেল!


তারপর থেকে বৃষ্টি শুরু হলেই আমি বৃষ্টির জল পাগলের মতো শরীরে মাখি,
দু’হাত ভরে কুড়াতে থাকি বুক পকেটে রাখার জন্য,
চাতক পাখির মতো ঠোঁট দিয়ে চুষে চুষে বৃষ্টির জল পান করি,
তবুও সেই মায়ার দেখা পাইনি।


এই বাইশ বছর কতো নারীর শরীরে ঘ্রান নিয়েছি,
কতো নারীর বুকের দরজা জানালা খুলে উঁকি দিয়ে দেখেছি
সবার বুকেই কালো টাকা লুকানোর মতো পাপ, দুঃখ আর করুনা লুকিয়ে রেখেছে আমার জন্য।


বাইশ বছর ধরে প্রতি বৃষ্টির দিন
ঠিকানাবিহীন সেই নারীর জন্য
একটি করে চিঠি লিখে চৌরাস্তায় এসে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ।
সেদিন আচমকা বৃষ্টির জল থেকে সেই নারীটি বের হয়ে আমাকে বললো,
' মায়া বিক্রি হয় কোন দোকানে?”
আমি সমস্ত উচ্ছাস বুকের মধ্য লুকিয়ে বললাম,
'আমিই মায়া।'
তারপর বাইশ বছর ধরে বুক পকেটে  জমানো সব চিঠি নারীকে পড়তে দিলাম,
একটি শব্দই ছিলো সেই সব চিঠিতে,
' ভালোবাসি!'
নারীটি ‌অনেক সময় নিয়ে সেই সব চিঠি পড়তে পড়তে
পৃথিবীর সমস্ত হাহাকার আমার বুকেই ঢেলে দিয়ে বললো,
' আপনার এই সব চিঠিই
পৃথিবীর সুন্দরতম কবিতা ।
আমার অনেক আগেই এই সব কবিতা পড়া দরকার ছিলো,
অযথাই চলে গেল বাইশ বাইশটা বছর।'


আমি শুধু একটি গোপন দীর্ঘশ্বাস ফেলে বললাম
“ আমরাতো বেঁচে আছি এখনো”
————-
র শি দ  হা রু ন
১৬/০৯/২০২২

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৫

মিরোরডডল বলেছেন:

কবিতায় অনেক অনেক মুগ্ধতা !

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.