নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

রিজার্ভ

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮


‘রিজার্ভ কমে গেলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়বে?’
এই বিষয়ে আলোচনার জন্য ভুল করে আমার মতো একজন অখ্যাত কবিকে টিভির টকশোতে ডাকা হলো।

একজন সুপরিচিত অর্থনীতির বিশেষজ্ঞ শুরুতেই বললেন,
‘রিজার্ভ মানে দেশের মেরুদণ্ড,
রিজার্ভ কমে গেলে দেশ দুর্বল হয়ে যাবে,
অভাব দেখা দেবে,
সব কিছুর দাম বেড়ে যাবে।
মানুষ কম খাবে, ঘরে ঘরে মানুষ ভুগবে অপুষ্টিতে।’

উনাকে থামিয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বললেন,
‘দেশে এখনো যথেষ্ট রিজার্ভ আছে,
ভয়ের কিছু নেই- যা শুনছেন সবই গুজব।’

প্রায়ই সব বিষয়ে টকশো করা বিরোধীদলের একজন নেতা গলা ফাটিয়ে চিৎকার করে বললেন,
‘সরকার সব রিজার্ভ খেয়ে ফেলেছে,
এই সরকার ব্যর্থ,
আমরা ক্ষমতায় এলে একদিনেই টাকশালে ডলার ছাপিয়ে রিজার্ভ প্রয়োজনের চেয়ে দশগুণ বাড়িয়ে রাখব।’

উনাকে থামিয়ে প্রায় সব টকশোতে থাকেন সরকারি দলের এমন একজন টকশো নেতা
উচ্চস্বরে হাসতে হাসতে বললেন,
‘আমাদের রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট উপচে জনসাধারণের পকেটে ভাসছে,
যা শুনছেন সবই দেশী, বিদেশী আর বিরোধী দলের ষড়যন্ত্র।’

আমাকে কেউ কথা বলার সুযোগই দিচ্ছিল না।
উপস্থাপকের হঠাৎ নজর পড়ল আমার দিকে,
তিনি ‌অনেকটা দয়া করেই বললেন,
“আমাদের একজন অতিথির নামের সাথে মিল থাকায় ভুল করে
একজন কবিকেই আজকের কঠিন বিষয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে,
তবুও আমরা শুনি কবি কী ভাবছেন রিজার্ভ নিয়ে?
এবার কবি বলবেন খুব সংক্ষিপ্ত করে।’

সব অতিথি আমার দিকে তাকিয়ে সুক্ষ্ম পরিহাসের হাসি দিল একটা।
আমি বললাম,
‘আমি রিজার্ভের মানে বুঝি না,
আমি বুঝি নীল আকাশ, জ্বলজ্বলে চাঁদ, জ্বলজ্বলে চাঁদ - মানে একটা শান্ত পুকুর রাতের নিঃস্তব্ধতায় চাঁদের ছায়ার খেলা।
রিজার্ভ মানে বাপ-দাদার ফসলি জমি, সোনালি ধানের শীষের বেশরম নাচ,
সারাদিন পর ঘরে ফিরলে কেউ একজন হাসিমুখে দরজা খুলে দেওয়া,
রাতে ঘুমোতে গেলে বিছানার চাদরে টাটকা লেবুপাতার গন্ধ আর আপনজনের ভালেবাসা একসাথে ভেসে বেড়ানো।'

এই প্রথম সব অতিথি একমত হয়ে একসাথেই চিৎকার করে বলে উঠলেন,
‘কি আবোলতাবোল বলছেন?
যা বুঝেন না তা নিয়ে টিভিতে পাবলিকলি কেন যে বলতে আসেন!’

এবার আমি উদাস কন্ঠে বললাম,
‘রিজার্ভ মানে ডলার নয়,
রিজার্ভ মানে আমার বাপ- দাদার সেই ভাঙাচোড়া টিনের ঘরের জানালার ফাঁক দিয়ে ভুলে কোনো জোনাকি পোকা জ্বলতে জ্বলতে ঢুকে পড়া,
আর পুকুর পারে দাদার লাগানো নারকেল গাছটায় এখনো সবুজ ডাব ঝুলে থাকা,
ঠিক চল্লিশ বছর আগে যেমন ঝুলতো।’
—————————
র শি দ হা রু ন
৩০/১২/২০২২

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

নাহল তরকারি বলেছেন: আমরা এত রিজার্ব বুঝি না। আমাদের আরো দক্ষ হতে হবে। ব্যাবসায় উন্নতি করতে হবে । শুধু সরকারি চাকরি করিয়া বড়লোক হওয়া যাবে না। রপ্তানী মুখী পন্য বাড়াতে হবে।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

মিরোরডডল বলেছেন:




আমি বুঝি নীল আকাশ, জ্বলজ্বলে চাঁদ, জ্বলজ্বলে চাঁদ - মানে একটা শান্ত পুকুর রাতের নিঃস্তব্ধতায় চাঁদের ছায়ার খেলা।
রিজার্ভ মানে বাপ-দাদার ফসলি জমি, সোনালি ধানের শীষের বেশরম নাচ,
সারাদিন পর ঘরে ফিরলে কেউ একজন হাসিমুখে দরজা খুলে দেওয়া,
রাতে ঘুমোতে গেলে বিছানার চাদরে টাটকা লেবুপাতার গন্ধ আর আপনজনের ভালেবাসা একসাথে ভেসে বেড়ানো।'




Simply breathtaking!!!!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

কামাল১৮ বলেছেন: রিজার্ভ নিয়ে ভাবার সময় এখন নাই।জান বাঁচে না আর রিজার্ভ।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪

কামাল১৮ বলেছেন: মিরোর অস্ট্রেলিয়ায় আছে,শান্ত পরিবেশ।তাই মনে এতো রশ।ঢাকায় থাকলে বুঝতে পারতো কতো ধানে কতো চাল।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। ভালো লেগেছে।

১০ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:০২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.