নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ধার করা এক জীবন

১৯ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৪৮

সারাজীবন অন্য মানুষের জীবন ধার করে বেঁচে আছি!
আমার হাতের রেখায় ভিন্ন ভিন্ন মানুষের রেখার ছাপ ভেসে বেড়ায়,
আমার পায়ে অচেনা কারো বেমানান জুতো.
আমার চোখে রাস্তায় কুড়িয়ে পাওয়া অপরিচিত মানুষের চশমা,
আমার সারা শরীরে অন্য কারো পছন্দের কাপড়,
আমার মতো করে আমি কখনো কথা বলা শিখিনি।
আমার মুখে দিব্যি ফিট হয়ে যায় হরেক রকম মানুষের মুখ,
তাইতো আমার চালচলন,
কথাবার্তা,
ক্ষুধা,
স্বপ্ন,
মাথার চুলের স্টাইল
এমন কি আমার এই জীবন কখনোই আমার ছিলোনা।

এই ধার করা জীবনে শুধু একটা কাজই
নিজের জন্য করি,
মাঝে মাঝে নিজেকে খুঁজে বেড়াই।

ঢাকা শহরের অলিগলিতে নিজেকে খুঁজতে খুঁজতে
ইট পাথরের উঁচু বাড়ির ছাদ থেকে কখনো এক টুকরো ভেজা আকাশ,
একটা হলুদ ঘুড়ি,
একটা নিঃসঙ্গ ডাকবাক্স,
একটা গরম রুটি,
একটা বিষণ্ণ চড়ুই পাখি,
প্রিয় মানুষ,
কিছু বন্ধু,
রাজপথ দাবড়ানো কোন স্লোগান,
অথবা রাতের আকাশের চাঁদের ফকফকা আলো বুক পকেটে লুকিয়েছি।

খুঁজতে খুঁজতে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায় নিজের সাথে একঝলক।
কোন চৌরাস্তার মোড়ে
মিছিলে,
মানুষের ভীড়ে,
বিষণ্ণ বিকেল বেলায় নির্জন কোন মাঠে
অথবা রাস্তায় ভেসে যাওয়া বৃষ্টির জলে ।

কখনোই নিজেকে আটকাতে পারিনা!
কোথায় থাকে?
কি করে?
সুখে আছে না দুঃখে?
জানা হলো না
কাঁধে হাত রেখে একবারও গল্পও করা হয়নি আজও নিজের সাথে।

নিজেকে খুঁজতে খুঁজতে প্রতিদিনই অন্য কারো মতোই আমারও বয়স বাড়ছে।
——————
র শি দ হা রু ন
১৭/১১/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: এ কেমন কথা, জীবন কেন ধার করা হতে যাবে?
তবে মনে হচ্ছে এই কবিতার ভিতরে গভীর কিছু জ্ঞান রয়েছে।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: নিজের মতো করে না বাঁচতে পারাকে মনে করি ধার করা জীবন

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

মিরোরডডল বলেছেন:




ইট পাথরের উঁচু বাড়ির ছাদ থেকে কখনো এক টুকরো ভেজা আকাশ,
একটা হলুদ ঘুড়ি,
একটা নিঃসঙ্গ ডাকবাক্স,
একটা গরম রুটি,
একটা বিষণ্ণ চড়ুই পাখি,
প্রিয় মানুষ,
কিছু বন্ধু,
রাজপথ দাবড়ানো কোন স্লোগান,
অথবা রাতের আকাশের চাঁদের ফকফকা আলো বুক পকেটে লুকিয়েছি।


এটা সত্যিই আমাদের সৌভাগ্য, রশিদের মতো এমন একজন কবিকে এই ব্লগে পেয়েছি।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: সবই আপনার ভালোবাসা , উদারতা
ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক নিজেকে খোজার সময় পাই না এখনো।

নিজেকেই বুঝি না। কিছু কান্না কিছু সুখ নিয়ে পাড়ি দিচ্ছি দুনিয়ার এই পথ

সুন্দর কবিতা

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: অনেক ভাল লেগেছে কবিতা।

আপনি ভাল আছেন আশা করি।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমি মনে সুখে আছি
আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.