নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

প্রথম চিঠি

১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬


তোমাকে দেবার জন্য সারারাত জেগে যে চিঠি লিখেছিলাম,
বেলা করে ঘুম থেকে জেগে দেখি চিঠিটি পালিয়েছে।

ভেবেছিলাম সকাল বেলা সবার অগোচরে তোমার বাড়ীর চিঠির বাক্সে
গোপনে রেখে আসবো আমার প্রথম চিঠি।
অথচ চিঠিটির পাতা উল্টাতেই
সেই পাতা থেকে একটি মাছরাঙা পাখি উড়াল দিলো,
মাছরাঙার পাখা থেকে জলের ঝাপটা এসে লাগলো চোখে মুখে।

আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি
চিঠির পাতায় এখন জলে ভরা পুকুর।
পুকুর ভরা কচুরিপানা সাদা আর বেগুনী রং এর ফুলে ভাসছে,
আর যে কলম দিয়ে কবিতাটি লিখেছিলাম
সেটি মাছ হয়ে পুকুরে সাঁতার কাটছে।

মাছরাঙা পাখিটি জানলা দিয়ে উড়াল দিয়ে কোথায় যেনো হারিয়ে গেলো!
চিঠিটি হারিয়ে যাওয়ার অভিমানে আমার দু’চোখ থেকে
দু'ফোঁটা জল যেই না পড়লো সেই পুকুরে,
আর তাতেই পুকুরের জল দু’কুল উপচে আমার ঘর ভাসিয়ে দিলো।

তোমাকে লেখা চিঠিগুলো প্রতিবারই
হয় পাখি, ঘুড়ি, মেঘ, বাতাস অথবা বৃষ্টি হয়ে হারিয়ে যায়,
আর আমি ঘর ভর্তি জলে ডুবতে ডুবতে
মন খারাপ করে দাড়িয়ে থাকি।
———————————
কাব্যগ্রন্থ- আমার মন খারাপের রাতে তুমি ঘুমিয়ো না
রশিদ হারুন
০৯/০৮/২০১৯

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর কবিতা...

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন
ধন্যবাদ

২| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

বিজন রয় বলেছেন: প্রথম চিঠি কবে লিখেছিলাম মনে নেই।

আপনার এই কবিতা পড়ে মনে অনে কিছু ভেসে উঠল।

অনেক ভালোলাগা।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন
ধন্যবাদ

৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: চমৎকার।
অনবদ্য।

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালো থাকবেন
ধন্যবাদ

৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬

মিরোরডডল বলেছেন:





আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি
চিঠির পাতায় এখন জলে ভরা পুকুর।
পুকুর ভরা কচুরিপানা সাদা আর বেগুনী রং এর ফুলে ভাসছে,
আর যে কলম দিয়ে কবিতাটি লিখেছিলাম
সেটি মাছ হয়ে পুকুরে সাঁতার কাটছে।


এতো সুন্দর প্রকাশ একমাত্র রশিদের লেখাতেই পাই।

অনলাইনে চারটা বই অর্ডার করেছিলাম।
দুটো এভেইলেবল নেই, দুটো পেয়েছি।
প্রিয় কবির লেখা বইদুটো পেয়ে ভীষণ খুশি :)

বাকিগুলো আস্তে আস্তে সব সংগ্রহ করবো।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা নিবেন

৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো থাকবেন
ধন্যবাদ

আমি ভাল আছি। আপনিও ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা নিবেন

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি আপনার কবিতার মন্ত্রমুগ্ধ পাঠক। সময় করে আপনার বই অর্ডার করব।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.