নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
কবিতা যদি শহরের ফুটপাতের দেওয়ালে লিখি,
যদি স্লোগানের মতো ভরে দেই এই শহরের পুরো দেওয়াল,
তাহলে কি কারো ক্ষতি হয়ে যাবে?
শহরের চলন্ত মানুষজন
-কেউ হয়তো দু এক লাইন পড়বে,
কেউ দেখবে, কেউ ভাববে সময় কাটাতে।
আবার কেউ হয়তো মনে করবে
-কাগজের ঘাটতি পড়ছে এই শহরে কবিদের জন্য।
সবাই মনে করে ,
-দেওয়ালে শুধু বিপ্লবী কথা আর স্লোগান লেখা হয়।
তবু যদি লিখি শহরের দেয়ালে
-আমি লিখবো অভিমানের কবিতা।
একটা উদাহারন দিচ্ছি, ধরুন লিখলাম,
-“ ফুটপাতে লাইসেন্স ছাড়া
অভিমান-
ট্রাফিক পুলিশ মামলার নতুন ধারা
খুঁজে খুঁজে হয়রান”
অথবা-
“ গাড়ীর নিচে গোপনে চাপা পড়ে
-মরে যায় জোনাকি,
পূর্ণিমার চাঁদ আজ ঘরে বসে
-শোক করে একাকী”।
যদি কোনদিন এই সব কবিতা পড়ে
কোনো বালক-বালিকা চোখের জল ফেলে একই সাথে,
হাতে হাত রেখে,
-সেদিন থেকে এই শহরের দেয়াল কথা বলা শুরু করবে।
ঢাকা শহরের দেওয়াল কথা বলা ভুলে গেছে,
আমি অনেকদিন হলো ঢাকা শহরের ফুটপাতের দেওয়ালের কথার শব্দ পাইনা!!
———————————
রশিদ হারুন
১৩/০৫/২০২০
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: জিএম হারুন -অর -রশিদ,
শহরের পুরো দেয়ালে লিখলে শহরটাকে নোংরা দেখাবে।
অবশ্য শহরের দেয়ালে অর্শ-ভগন্দর এর চিকিৎসা জাতীয় লেখার পরিবর্তে কবিতা লেখা ভালো।
একসময় ঢাকা শহরের দেয়ালগুলোও কথা বলতো --- " সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় ভালো নয়।"
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: শহরের দেয়ালে কবিতা লিখলে কারো কোনো ক্ষতি হবে না।
লিখুন, লিখুন, অনেক বেশি লিখুন।
অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কাব্যিকতায় শহরের দেয়াল জুড়ে অভিমানের কথা লিখে দিলে ভালোই হতো।