নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তুমি কি আজ বাড়ি ফিরবে? -

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫


সাতদিন ধরে বারান্দায় ঝুলছে তোমার হলুদ শাড়িটা ,
তার পাশেই আমার কালো রঙের একটা পাঞ্জাবি।

হলুদ শাড়িটা হঠাৎ করেই মাঝে মাঝে দমকা এক বাতাসে এলোমেলো হয়ে যায়,
আর তখনই সে পাঞ্জাবিটার শরীরে ঝাপটা আঘাত দেয়।
কোনো কিছুরই পরোয়া নেই এই জগতে তোমার শাড়িটার,
সবকিছুতেই যেনো তার অহংকার আর খামখেয়ালিপনা।

শাড়িটার পাশেই আমার কালো পাঞ্জাবিটা
নিথর হয়ে পড়ে আছে সেদিন থেকেই।
কোন তাড়াহুড়া নেই পাঞ্জাবিটার।
দেখলে মনে হয় কোথাও যাওয়ার জায়গা নেই তার এই জগতে,
শুধুই অপেক্ষা আর অপেক্ষা।

মনোলীনা,
কী এক অদ্ভুত মিল আমাদের দু’জনের সাথে শাড়ি আর পাঞ্জাবিটার!
সাতদিন হলো তুমি বাড়িতে নেই,
অভিমান কমলে একটিবারের জন্য হলেও বাড়ি এসো।
তোমার বেপরোয়া হলুদ শাড়িটাকে অন্তত একবারের জন্য শাসন করো,
তাকে স্হির হতে শিখিও।
যদি আরেকটু সময় পাও
তাহলে আমার কালো পাঞ্জাবিটাকে যত্ন করে আলমারিতে রেখে দিও।

মনোলীনা,
তুমি কি আজ বাড়ি ফিরবে?
---------
র শি দ হা রু ন
কাব্যগ্রন্থ- আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো
২৩/০৬/২০২১

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতার ভাবনা...
শুভ সকাল...

২৮ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৮ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.