নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
পঞ্চাশ পার হলো
মেরেকেটে হয়তো চার-পাঁচ বছর টিকে যেতে পারি।
আজকাল মনে হয় জীবনের বুকপিঠ দেখাতো সব শেষ,
বাকি দিনগুলোতে কী আর করবো!
বাকিটা সময় একটা সাদা বকের জীবন ধার করে পার করে দিতে পারি।
কয়েকটা দিনের জন্য রেল লাইন হয়ে বিশাল আকাশের নিচে শুয়ে থাকতে থাকতে স্বপ্ন দেখবো,
আমি খুব সুখে আছি।
একশ একটা মোমবাতি জ্বালিয়ে মিথ্যে মিথ্যে জন্মদিন পালন করতে পারি একদিন।
শহরের সব পোস্ট অফিসে ঘুরে ঘুরে খোঁজ নিতে পারি
আমার নামে কোনো চিঠি পড়ে আছে কিনা বছরের পর বছর।
আমার সমস্ত বিষণ্নতা পঁচিশের কোনো এক তরুনকে ধার দিতে পারি কিছুদিনের জন্য।
সরকারি গোরস্থানে একটা কবর ভাড়া নিয়ে কিছুদিন থাকার অভ্যেসটা করে ফেলতে পারি আগেভাগে।
সারাজীবনের জমানো বুকের সব হাহাকার ঢেলে দিতে সমুদ্রের কাছেও যেতে পারি একবার।
সকালে বিদঘুটে তিতা কফির বদলে দুধ চা খাবো কয়েকদিন,
শেষ বয়সে একটু ভালোমন্দ খাওয়ার চেষ্টা আর কী!
বউ বাঁধা দিলেও যখন তখন টেনে নিবো বুকে,
বুড়োর ঢং দেখ! বলে হয়তো দূরে ঠেলে দিতে চাইবে,
তাতে আমার কিচ্ছু আসবে যাবেনা।
কিছুদিন বন জঙ্গলে গিয়ে গাছেদের সাথে গাছ সেজে দাঁড়িয়ে থাকবো একটা গাছের জীবনের জন্য।
কিছুদিন মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াবো,
খুব শখ আমার
অন্তত একবার হলেও দেখতে চাই
মানুষ হবার কষ্ট সহ্য করতে পারিনা কিনা।
একদিন ছায়াটাকে ঘরে আটকে রেখে ছায়াহীন হয়ে সারা শহর ঘুরে বেড়াবো।
পঞ্চাশ পার হলো,
এভাবে একেকদিন মেঘ বৃষ্টি জল হবো,
তারপর জলের মতো গড়াতে গড়াতে মেরেকেটে হয়তো চার-পাঁচ বছর পার করে
মাটির সাথে মিশে একেবারেই অদৃশ্য হয়ে যাবো একসময়।
পঞ্চাশ পার হলো,
মেরেকেটে হয়তো চার-পাঁচ বছর-
জীবনের মোহ কেটে গেছে
তবুও মায়া কাটেনা।
——————-
র শি দ হা রু ন
২৫/০৮/২০২২
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮
সোনালি কাবিন বলেছেন: চল্লিশ পেরোলেই চালশে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: এখনকার মানুষ ৬০ বছরের বেশি বাচে। যদি না অনেক অসুখ বিসুখ না থাকে। তাছাড়া এখন সব রোগের চিকিৎসা আছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পঞ্চাশোর্ধ এক মানুষের একান্ত কিছু অনুভূতির প্রকাশ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: হা
ধন্যবাদ
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০১
জাহিদ অনিক বলেছেন: চমৎকার লেগেছে ---
সবগুলো লাইনেই ভীষণ অনেক কথাদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে- কিছু উচ্ছ্বাস বিস্ময়ের, কিছু উচ্ছ্বাস তীব্রতার, কিছু আবার বেঁচে থাকার অথবা বেঁচে যাওয়ার ভীষণ পরিহাসের --
এ কবিতার কবি পার করে ফেলেছেন জীবনের অনেক কিছুই, দেখেছেন অনেক দর্শন- তাই এটা কবিতা হিসেবেও দেখতে পারি- আবার এক ৫০ বছরের সত্তার দারুণ স্বগতোক্তি হিসেবেও দেখতে পারি। যেভাবেই দেখি - দুইভাবেই দারুণ।
আমার সমস্ত বিষণ্নতা পঁচিশের কোনো এক তরুনকে ধার দিতে পারি কিছুদিনের জন্য।
হ্যাঁ এটা দারুণ হবে; যদি এটা আবার নিজের তারুণ্যকেই ফেরত দেন তাহলে বেচারা কতটাই না বিব্রত হবে।
মেরেকেটে হয়ত সবাই আর অল্প কিছু দিনই---
প্লাস ও প্রিয়তে রেখে দিলাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
অনেক সুন্দর করে বলেছেন
কবিতার চেয়েও সুন্দর
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৯
নিবারণ বলেছেন: আপনার কবিতা পড়নের পর মনে হইতাছে আমি কি জানি হারাইয়া ফ্যালছি। সমেস্যা একটা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২১
নিবারণ বলেছেন: গত ৮ তারিখে সামুতে প্রকাশিত লেখার মধ্যে আপনার লেখাটি আমার পছন্দের তালিকায় ছিল। এ নিয়ে আমার পোস্ট
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২০
সামরিন হক বলেছেন: ভালো লাগলো।
শুভেচ্ছা ।