![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা জিনিস চিন্তা করে দেখেছেন,
নারীরা তাদের নিজেদেরকেই বিশ্বাস কম করে। অধিকাংশ ক্ষেত্রেই নারীরা তাদের নিজের সিদ্ধান্তটুকু ও পুরষের সাহায্য ছাড়া নিতে পারে না। তাছাড়া অনেক নারীর কাছেই শুনেছি তাদের বেষ্ট ফ্রেন্ড হচ্ছে কোন না কোন ছেলে বন্ধু। এর কারণ তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে, তারা কেন জানি তাদের নিজেদেরকেই সহ্য করতে পারে না। আবার অনেক নারীকেই দেখেছি, তার বন্ধু তালিকায় সেরা ১০ জন বন্ধু থাকলে তাদের মধ্যে সবকটাই ছেলে। নারীর সম্মান নারীদের কাছেই সবচেয়ে কম। আসলে তারা নিজেরাই নিজেদের চিনতে গিয়ে বড় ভুল করে।
তারপরেও এই নারীর পেছনে পুরা পৃথিবী ঘুরে আবার এই নারীরাই বিশ্বকে দাবড়িয়ে বেড়ায়।
এই দেখেন, আমাদের বাংলাদেশের ২ নেত্রী ও নারী।
কিন্তু কেমনে কি যদি ''ডিম ভাইঙ্গা দেখি ভিতরে কুসুম নাই''...... !!!
©somewhere in net ltd.