![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবে দেখেছেন কি,
একজন মধ্যম সারির চাকুরীজীবী সারা মাস খেটে মাস শেষে বেতন পায় ১২/১৫/২০ হাজার টাকা।
আর একজন সন্ত্রাসী মোবাইলে ১০ টাকা ঢুকিয়ে ধুমধাম করে ৪/৫ টা থ্রেট দিলে ২/৩ ঘণ্টার ভিতর ৮/১০ লাখ টাকা খুব সুন্দর করে ঐ সন্ত্রাসীর পকেটে চলে আসে।
এতক্ষণ যা বললাম কোন রূপ কথার গল্প বলি নি, যা বাস্তব তাই বলেছি।
তো, নীতিবানদের মূল্য থাকলো টা কোথায়?
আপনি যদি পেট ভরে ২/৩ বেলা খেতেই না পান, তাহলে নীতি দিয়ে ভাজি খাবেন নাকি...???
আর সেইজন্যই,
ভালো কাজ গুলো গাণিতিক হারে বাড়তে থাকে, আর জ্যামিতিক হারে কমতে থাকে।
আর খারাপ কাজ গুলো জ্যামিতিক হারে বাড়তে থাকে, আর গাণিতিক হারে কমতে থাকে।
©somewhere in net ltd.