![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে বিরোধী দল সভা সমাবেশ তো দূরের কথা মিছিল মিটিং ও করতে পারে না,
সেখানে সরকারি দল পুলিশ প্রহরায় মিছিল মিটিং সহ সবই করতে পারে।
গণতন্ত্র, এখন হয়তোবা তুমি বলবা বিরোধী দল সভা সমাবেশের নামে অরাজকতা করে।
সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, কারো ক্ষুধা লাগলে তাকে খাবার না দিলে তার কান্না করা কি কোন অপরাধ? আগে তাকে খাবার দাও, তারপর যদি সে কান্না করে তাইলে ধরে মারো।
কিন্তু আজগুবি চিন্তার কারণে তুমি তো কারো উপর অত্যাচার করতে পারো না......!!!
প্রিয় গণতন্ত্র,
আমি বলছি না তুমি জোর করে আমাকে ক্ষমতায় বসিয়ে দাও,
বরং আমি বলছি আমাকে আমার গণতান্ত্রিক অধিকার টুকু বুঝিয়ে দাও।
©somewhere in net ltd.