![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে নারী আপনাদেরকে বলছি,
কিছু কিছু অতি উৎসাহী ভদ্রলোক আছেন যারা নারী দেখলেই শুধু পটানোর উদ্দেশ্যে অত্যন্ত বিনয়ের সহিত নারীদেরকে আপু কিংবা আপা বলে ডেকে থাকেন। আর এতে কিছু কিছু নারীরা হয়তো স্বস্তি পান এটা ভেবে, যেহেতু ঐ ভদ্রলোক আমাকে আপু কিংবা আপা বলে ডেকেছে, তাই যাই হোক না কেন অন্তত আমাকে ডিস্টার্ব করবে না। ভুলে ও তা ভাববেন
না। কারণ, কিছু কিছু ক্ষেত্রে আপু কিংবা আপা কোড নেম হিসেবে ব্যাবহৃত হয়।
যেমন, ""আপু= আমার পুতুল"" এবং ""আপা= আমার পাখি"",
এখন বুঝে নেন, ঐ কতিপয়রা কোন এঙ্গেলে আপনাকে আপু/আপা বলে ডাকতো ?
হে নারী মনে রাখবেন,
কে কত সুন্দর করে কত মিষ্টি করে কি বলল তা দেখার বিষয় নয়,
বরং কে কোন জায়গা থেকে কত ডিগ্রি এঙ্গেলে কথাগুলো বলছে তাই দেখার বিষয়।
ভুলে যাবেন না, শুধু মিষ্টি কথা দিয়েই যদি সব জয় করা যেতো, তাহলে ''আরজে'' রা সবার আগে বিশ্ব জয় করতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর বর্তমানের নাম।
নোটঃ আপনারা আবার কেউ মনে করবেন না যে আমি ও ঐ কতিপয় ভদ্রলোকদের একজন। জাস্ট চিন্তা করতে গিয়ে মনে হল লিখা দরকার তাই লিখে ফেললাম,
এন্ড মাইন্ড ইট, এক্সেপসন কেন নেভার বি এন একজাম্পল......!!!
-----------------------------------------------------(রাবু)।
©somewhere in net ltd.