নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

হায়রে সুশীল.................।!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

এতক্ষণ টিভি তে আগের টক শো দেখছিলাম। ওখানে ২ দল থেকে ২ জন সুশীল এসেছিলেন।
২ জন ই বলছেন ২ জন নাকি সুশীল। এক পর্যায়ে অনেকটা মারামারির মত অবস্থা।
আমার দৃষ্টিতে ''সুশীল'' শব্দটি ২ টি ছোট শব্দ নিয়ে গঠিত হয়েছে। ''সু'' এবং ''শীল''।
এখানে ''সু'' অর্থ হচ্ছে ভালো, আর ''শীল'' অর্থ হচ্ছে যে লোক মানুষের চুল কাটায়।
তাই ''সুশীল'' শব্দটির অর্থ দাঁড়ায়, যে লোক সুন্দর করে কারো চুল কাটে সেই সুশীল।
বাংলা ভাষায় যদি বলি তাহলে, যারা সেলুনে কাজ করে তারা প্রত্যেকেই সুশীল।
এটা কেউ ইচ্ছা করে হতে চায় নাকি? আসলেই রাজনীতিবিদরা পুরাই গেসে.........!!
হে টক শোর সুশীল নেতা, দেশের সংকটময় সময়ে আপনাদের খুঁজে পাওয়া যাবে না, আর টিভি র সামনে এসে নিজেকে খুব জোর গলায় প্রমাণ করবেন আপনি সুশীল? এতই সহজ.........!!!
------------------------------------------------------------(রাবু)।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

আরণ্যক রাখাল বলেছেন: এরা আসলে আন্ডারগ্রাউন্ড শীল| মানে বা*কামা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

প্রিয় বিবেক বলেছেন: জি ভাইয়া, অনেকটা তাই। কাজের সময় কাউকে ই খুঁজে পাওয়া যায় না।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

নিলু বলেছেন: তা হবে কেনও , তাহলে তো নিরেপেক্ষ থাকা যাবে না , এবং তত্তবধায়কের সময় পদ পাওয়ার নিচ্চয়তা থাকবে না , লিখে যান

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

প্রিয় বিবেক বলেছেন: ভাইয়া, কে বলছে যাবে না, অবশ্যই নিরপেক্ষ থাকা যাবে।
আমার কথাটা হচ্ছে, কিছু কিছু সুশীল আছে যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই আসে, কিছু বলে। কিন্তু খুব কম মানুষ আছে, যারা নিজের স্বার্থ ভুলে গিয়ে খুব সাহসিকতার সাথে কথা বলে। আশা করছি আপনি ব্যাপার টা এখন বুঝতে পেরেছেন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

মোঃ মুজিব ঊল্লাহ বলেছেন: স্যার, স

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

মোঃ মুজিব ঊল্লাহ বলেছেন: স

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

মোঃ মুজিব ঊল্লাহ বলেছেন: দুঃখিত। কমেন্টগুলো ভুলবশত চলে গেছে। প্লিজ মুুছে দিবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

প্রিয় বিবেক বলেছেন: এটা কোন সমস্যা না ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.