![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেয়াল করে দেখেছেন?
১টা, ২টা, ৩টা লাইক করে পেতে পেতেই এক সময় সেলিব্রিটি দের পোষ্ট এ লাইকের সংখ্যা হয় হাজারে, দশ হাজারে, লাখে, কিংবা কখনও কোটি তে। শুরু টা হয় কিন্তু ১টা, ২টা, ৩টা দিয়েই।
আর শেষ টা কোথায় যেয়ে দাঁড়াবে, তা কেউ ই জানে না। এমনকি পোষ্টকারী ও জানে না।
তাই আমি বলি কি, ঠিক এই মুহুরতু থেকে নিজের জীবনের ইতিবাচক ''ইউ টার্ন'' টা দিয়ে ফেলুন। আপনার দেখাদেখি ঠিক এভাবে ই ১জন, ২ জন, ৩ জন করে কয়জন যে এই ''ইউ টার্ন'' টা নিবে, কল্পনা ও করতে পারবেন না। এভাবেই এক সময় বদলে যাবে আমার সোনার বাংলা।
-------------------------------------------------------------(রাবু)।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
আরণ্যক রাখাল বলেছেন: ভাল বলেছেন