![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল দেখলাম ''মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'' বার্ন ইউনিটে যেয়ে বর্তমান পরিস্থিতি আর আহতদের অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। সত্যি নিজেকে অনেক ভাজ্ঞবান মনে হল।
আমাদের দেশের প্রধানমন্ত্রী বরাবরের মত এবার ও জনগনের কাতারে শামিল হয়েছেন।
এই ব্যাপার টাকে অনেকেই নেগিটিভলি দেখছেন। কিন্তু আমি আমার জায়গা থেকে ভীষণ পজিটিভ। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, প্রধানমন্ত্রী র মত বিরোধী দলের নেতা তো বার্ন ইউনিটে যান নি। কেউ তো বরাবরের মত জনগনের শামিল হউন নি। জনগনের দুঃখে দুঃখী হন নি। রাজনীতির আগে পরের কি অবস্থা সেটা নিয়ে আপাতত কিছু না বলি, কিন্তু ঠিক ঐ জায়গায় উনার জায়গা থেকে উনি ঠিক ছিলেন। আশা করছি সামনের দিন গুলোতে রাজনৈতিক সঙ্কটে তিনি জনগনের সিদ্ধান্তে এক কাতারে শামিল হবেন।
-------------------(রাবু)।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
প্রিয় বিবেক বলেছেন: ভাই কাহিনী হইছে সবাই মায়া কান্না করতে পারে না।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯
আহলান বলেছেন: ভাই কাহিনী হইছে সবাই মায়া কান্না করতে পারে না। ....হাাহাহা ...
ব্রাদার ! যোগী সাহেব এমন কথা শোনার জন্য কিন্তু আপনার পোষ্টে কমেন্টায় নাই .... হিহিহিহিহিহি
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯
প্রিয় বিবেক বলেছেন: হাহাহাহা
ভাই আমি এই পোষ্ট টি দিছি এইজন্যই, যাই হোক আপনার কমেন্টে মজা পেলাম।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
রোজিনা৪০ বলেছেন: দেশের রাজনীতিতে কোন রাজনীতিবিদ ভাল (ব্যক্তি হিসাবে) আমার কাছে মনে হয় না। কে ক্ষমতায় থাকবো আর কে ক্ষমতা লইবো সেই চিন্তা তাদের মধ্যে। জনগনের রাজনীতি প্রতিষ্ঠা হতে অনেক সময় বাকি মামা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
প্রিয় বিবেক বলেছেন: দেখা জাক সামনে কি ঘটে?
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
নিলু বলেছেন: মায়া কান্না এবং আসল কান্নার রুপ কি ? আসলে আমরা এমন হয়ে গেছি যে , ভালো করলেও দোষ , খারাপ করলেও দোষ , আসলে আমরা চোখ থাকতেও কানা ,
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
প্রিয় বিবেক বলেছেন: হাহাহাহা,
ঠিক বলছেন, নাইলে কি এত খারাপ কাজ করা সত্তেও আমরা আমাদের ২ নেত্রী দেরকে ভোট দিতাম নাকি?
অবশ্য এখন ভোট ছাড়াও সব হয়।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
বেদুইন জাহিদ বলেছেন: রাজনীতিতে সবই সম্ভব। তানাহলে যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা তথাকথিত নির্বাচন করে ক্ষমতায় গিয়ে সেই জনগণকেই একটি সহিংসতার রাস্তায় ঠেলে দিয়ে , এখন খুব মায়াকান্না দেখানো হচ্ছে!!!!
এ যেন গাছের গোড়া কেটে উপরে পানি ঢালা। আওয়ামী লীগ সবই পারে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
প্রিয় বিবেক বলেছেন: সকল রাজনীতিবিদরা ই সব পারে রাজনীতির স্বার্থে।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২
বেদুইন জাহিদ বলেছেন: """লেখক বলেছেন: সকল রাজনীতিবিদরা ই সব পারে রাজনীতির স্বার্থে।""
সহমত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
প্রিয় বিবেক বলেছেন: জি
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
যোগী বলেছেন: বার্ন ইউনিটে যাওয়ার সাহস বিরোধী দলের নেত্রীর হবে বলে মনে হয় না।