![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা, দাবা খেলা তো বুঝ?
আমি কিন্তু খুব বেশী বুঝি না,তারপরেও যা বুঝি তা হচ্ছে,
মাঝে মাঝে সব জেনে শুনেও কিস্তি কে বলী দিতে হয় ঘোড়া কে বাঁচানোর জন্য, আবার মাঝে মাঝে ঘোড়া কে ও বলী দিতে হয় মন্ত্রী কে বাঁচানোর জন্য, আবার মাঝে মাঝে কিন্তু মন্ত্রী কেও বলী দিতে হয় রাজা কে বাঁচানোর জন্য। এখানে মন্ত্রী চলে গেলেও মন খারাপ করো না।
কিছু কিছু ক্ষেত্রে সৈন্য ই তোমার রাজাকে ঠিক ই উদ্ধার করবে। বহুত সৈন্য আছে, একজন না একজন ঠিক ই তোমার রাজাকে উদ্ধার করেই ছাড়বে। কারণ, রাজাই তাদের অস্তিত্ব।
ব্যাপার না রাবু, তুমি অন্তত জানো তো, বড়শী দিয়ে মাছ ধরতে গেলে প্রত্যেক টা টোপেই কিন্তু মাছ উঠবে না। মাঝে মাঝে মাছ অযথাই টোপ খেয়ে তোমাকে লোভ দেখাবে। কিন্তু একসময় না একসময় ঐ মাছ ই তার টোপ গিলার লোভ সামলাতে না পেরে নিজেকেই তোমার কাছে ধরা দিতে বাধ্য হবে। আর তখন দেখবা মাছটা এতই বড় যে তুমি নিজেও
তার ওজন দিতে গিয়ে হিমশিম খাবে। প্রথম অবস্থায় মাছ না পেলে অনেকে অনেক কথাই বলবে, ওগুলো মাথায় রাখলে মাছ তো পাবাই না, বরং টোপ এর টাকাও হারাবা।
তাই যাই কর না কেন, অন্তত নিজের বিবেকের কথাটুকু শুনো। কারণ, বিবেক মানুষ কে কখনও খারাপ দিকে যেতে বলে না। তাছাড়া, তুমি তো অন্তত জানো, তোমার উদ্দেশ্য সৎ।
আর তুমি যদি তোমার জায়গা থেকে সৎ থাকো, তাহলে ওটাকে পুঁজি করে মাছ ধরতে
থাকো, একদিন না একদিন মাছ ঠিক ই তোমার কাছে ধরা দিবে।
নোটঃ "ডিপ্লোম্যাটিক পোষ্ট ইজ ফর দ্যা ডিপ্লোম্যাট পিপল"।
------------------------------------(রাবু)।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৯
প্রিয় বিবেক বলেছেন: ভাই, যারা ব্লগ পড়ে তারাও কম দিপ্লমেত না, তাই চিন্তার কারণ নাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, শুধু ডিপ্লোমেটদের জন্য।