![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলেই তো সব কিছু স্বাধীন ভাবে করতে পারেন না !
হাজার স্বাধীনতার মাঝে ও কিছু কিছু কাজ অনেক বুঝে শুনে করতে হয় ভালো কিছুর স্বার্থে।
আপনি স্বাধীন, স্বাধীন ভাবে একটি প্রেম করছেন, তাই আপনার প্রেম ও স্বাধীন।
কিন্তু তাই বলে তো আপনার এই স্বাধীনতার দোহাই দিয়ে সব কিছু করা উচিত নয়।
যদি তারপরেও আপনি নির্লজ্জের মত অধিকার খাটাতে যেয়ে সব করেই ফেলেন,
তাহলে নিজেকে বাবা পরিচয়ে পরিচিত করতে এত লজ্জা পান কেন?
কেন ডাক্তারের কাছে গিয়ে মাংস পিপাসি চোরের মত বলেন ''Need Abortion plz''?
তখন লজ্জা লাগে না, লজ্জা লাগে না নিজের বোধ কে বিকিয়ে দেওয়ার কারণে ?
তাই কিছু করার আগে একটু চিন্তা করুন, অন্তত একটু চিন্তা করুন প্লীজ !!!
-----------------------------(রাবু)
©somewhere in net ltd.