নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

বহুত হইছে দিদি, এইবার একটু অফ যান !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

বহুত হইছে দিদি, এইবার একটু অফ যান !!!
যারা বাংলা কে একটু ও ভালবাসেন, তারা অন্তত পড়েন।
গতকাল যখন বিভিন্ন মিডিয়া তে দেখছিলাম ভাষা দিবস উপলক্ষে ''কলকাতার নায়ক দেব এবং প্রসেঞ্জিত দাদা'' শহীদ মিনারে যেয়ে ফুল দিয়ে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
ঠিক শে মুহূর্তে ফেবু ইউজারদের পোষ্ট দেওয়ার হিরকি পরে গেলো, কলকাতার নায়করা আমাদের বাংলা ভাষাকে এত্ত শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে যাচ্ছে, আর আমাদের চলচ্চিত্র শিল্পী রা কোথায়? ঐ সকল পোষ্ট দারীদের কে লক্ষ করে বলছি, ''ভাই সবসময় চাঁদ দেখে খুশি হয়েন না, আগে দেখেন রোজা কয়টা রাখতে পারেন?''
আর যখন দেখলাম কলকাতা বাসীদের বাংলা ভাষার প্রতি এত মমতা,
তখন ই মনের মধ্যে কেমন যেন ঘাপলা লেগেছিল, কোথাও একটা ভুল হচ্ছে।
আমি রাজনীতি খুব বেশী বুঝি না, তা ও কিছু কিছু পাঁচফোড়ন আগে থেকেই টের পাই।
ভুলে গেলে চল্বেনা, এই কলকাতায় বাংলাদেশ থেকে কেউ
বেড়াতে গেলে তারা আপ্যায়ন করতে যেয়ে কি বলে জানেন?
তারা বলে ''দাদা খেয়ে এসেছেন নাকি যেয়ে খাবেন''? তাও বলে না কিছু খান।
এইবার আসল কথায় আসিঃ
শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি সাংস্কৃতিক ব্যাক্তিদের বিশাল এক বহর নিয়ে
ঢাকায় এসেছেন এবং ইতমধ্যে অনেক বৈঠক করে ফেলেছেন ।
গতকাল সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের সাথে মতবিনিময় সভায় মমতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন । এপার বাংলা ! ওপার বাংলা ! একসাথে সিনেমা করার কথা বলেছেন ,
বই মেলা একসাথে করার কথা বলেছেন , আরো অনেক আবেগী মনভোলা কথা বলেছেন ।
বর্সতমান সরকারকে খুশি করতে বলেছেন " আমরা ব্ঙ্গবন্ধুর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা চেয়ার করতে চাই" শুধু তাই নয় কলকাতায় উনি একটা "বঙ্গবন্ধু ভবন" করতে চান ।
এগুলো কোন গুরুত্বপুর্ণ বিষয় না বাংলাদেশের জন্য ।
তাছাড়া, দেব বলেছেন ''প্লিজ ওপার বাংলা, এপার বাংলা এক করে দাও''
শুনছেন তাদের কথা? কি দরদ আমাদের জন্য?
কিন্তু আমাদের এত আলগা ভালোবাসা দরকার নাই দিদি/দাদা।
আমাদের বাংলার মহান সন্তান ''বঙ্গবন্ধু''' কে আমরাই আদর করবো,
মায়ের প্রিয় ছেলের কদর মা ই বুঝে, অন্য লোক কি বা আদর করবে?
উনার নাম ভুলিয়ে এত্ত আলগা ভালোবাসার কোন দরকার নাই।
আগে তিস্তার পানি দেন, তারপর অন্য কথা, ফাইজলামি শুরু করছেন না?
ভালোবাসার সংজ্ঞা আমরা ও জানি। বেশী চিল্লাচিল্লি করলে ফাটাকেসঠ
ছুবির ডায়ালগ দিবো, ''শালা মারবো এখানটায়, লাশ পড়বে কলকাতায়"।
আপনাদের সুবিধার জন্য কিছু লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হল।
জয় হোক সত্যের, জয় হোক মানবতার, আর জয় হোক এ বাংলার।
------------------------------(রাবু)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


দিদি দেশে গিয়ে তিস্তায় বেশী করে পেসাব করবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

প্রিয় বিবেক বলেছেন: হায় হায় ভাই এটা কি বললেন?

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: আপনার লেখা পইড়া বড় চিন্তায় পড়লাম। তিস্তার পানি কি হেরা দিব?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

প্রিয় বিবেক বলেছেন: আপনার কি মনে হয় ভাই?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

নিষ্‌কর্মা বলেছেন: জল নয় দাদাদের দেওয়ার বস্তু শুধু মাত্র আশ্বাস। এইটাই উনারা খুব ভালো দিতে পারেন। সেই সাথে দিতে পারেন আইক্কা =p~ B:-/ :-B :#)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

প্রিয় বিবেক বলেছেন: ব্যাপার না, আমরা ও বাঁশ টা কম দিতে পারি না দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.