নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষাবৃত্তি কে কি একটু পজিটিভ্লি নেওয়া যায় না !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫১

আমরা রাস্তায় চলতে গেলে অনেক ধরনের ভিক্ষুক দেখি,
কারো হাত নেই, কারো পা নেই, কেউ ভিক্ষা করার জন্য নিজ থেকেই পঙ্গু হয়েছে,
আবার অনেকেই আছেন প্রফেশনাল ভিক্কখুক, যারা পেশা হিসেবে ভিক্ষাকে বেছে নেয়,
আবার আরেক শ্রেণীর লোক আছে বাসে উঠে একটি কাগজ ধরিয়ে দিয়ে ২ টি চকলেট দেয়,
আর তাতে লিখা থাকে তার পরিবারের সমস্যা, তাই শে উপার্জনের পথ হিসেবে এটিকে বেছে নিয়েছে। অনেকেই তাদেরকেও ভিক্ষুক বলে থাকেন, কিন্তু আমি তাতে একমত নই।

প্রথম কথা হচ্ছে, আমি উপরের কোন শ্রেণীর মানুষ কে ই ভিক্ষুক বলতে রাজী না।
কারণ, এটা অনেক নিচু কাতারের শব্দ। মানুষ হয়ে যেহেতু সে জন্মিয়েছে সেহেতু সে
কিছুটা হলেও অধিক বিশেষিত। তাই আমি তাঁদের ভিক্ষুক না বলে গরীব মানুষ বলি।

দ্বিতীয় কথা হচ্ছে, যারা পেশা হিসেবে এই পেশা কে বেছে নেয় তাঁদের নিয়ে আপাতত কিছু না বলি,
তবে যারা আসলেই বিকলঙ্গ, কিছু করে খেতে পারে না, তাঁদের সাহায্যের জন্য আমাদের এগিয়ে আসার দরকার, সমাজ টাকে আরও অনেক সুন্দর ভারসাম্যপূর্ণ করার তাগিদে,

আর তৃতীয় কথা হচ্ছে, যারা বাসে উঠে চকলেট বিক্রি করে, তারা কখনোই ভিক্ষুকের কাতারে নয়, কারণ তারা জীবিকা নির্বাহের জন্য চকলেট বিক্রি করছে, এখন আমরা যদি ব্যাপারটাকে নেগিটিভ্লি নেই, তাহলে তারা হয়ে যাবে ভিক্ষুক, আর যদি পজিটিভ্লি নেই তাহলে তারা শ্রমজীবী মানুষদের কাতারে। আর তাছাড়া পজিটিভ্লি নিলে তারা এতে অনুপ্রাণিত হয়।
ধরেন, আমরা চা/সিগারেট খেলেও তো টং এর দোকান থেকে ২/১ টা চকলেট কিনি।
আর টং মামা তো ভালোই বেচাকিনা করে, তাই তার কাছ থেকে চকলেট না কিনে বাসে
হাতের কাছে পাওয়া ঐ হকারের কাছ থেকে ২/৪ টি চকলেট কিনি।
এতে সে ও অনুপ্রাণিত হবে, আর ভিক্ষাবৃত্তি টাও কমবে এবং সবাই কিছু করার কথা ভাববে। এই সব জিনিস গুলোই সম্ভব যদি, ''আপনি, আমি, সে'' মিলে পজিটিভ্লি ভাবি।

আশা করছি, অন্তত এই ৩য় শ্রেণীর কথা মাথায় রেখে আপনারা পজিটিভ্ হবেন,
মানুষকে শ্রমের প্রতি উদ্ধুদ্দ করতে এই ২/৩ টাকা দিয়ে একটু চকলেট
না হয় কিনলেন, আর এর ফলে সে দেখবে তার পৃথিবীর সুখের স্বপ্ন। তাই নয় কি ???

জয় হোক সত্যের, জয় হোক মানবতার, আর জয় হোক শ্রমজীবী মানুষের।
---(গোলাম রাব্বানী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.