![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাজীবন এত্ত কষ্ট কইরা পড়া লেখা করুম আমি, চাকরি করুম আমি, টাকা উপার্জন
করুম আমি, আর সবশেষে আব্বু/আম্মু জোর কইরা বিয়া করাইয়া দিবো মেয়ে ১ টা খুঁজে।
পরের মেয়েরে খাওয়ানোর জন্য এত্ত কষ্ট করুম কেন, এত্তই সখ বাপ রে বাপ !!!
তা ও বিয়ে করতে হবে মাত্র ১ টা মেয়েরে, কেন ১ টা মেয়ের জন্য এত্ত কষ্ট করুম কেন?
এ জন্যই, আমি পড়ালেখা বন্দ কইরা দিছি, আমারে বিয়া করলে করো নাইলে মুড়ি দিয়ে ভাজি কইরা খাও। যদি বিয়ে ১০/১২ টা করতাম তা ও চিন্তা করে দেখা যাইত, কিন্তু করুম তো মাত্র ১ টা !
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩২
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৪২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আগে ১টারে সামলান, তারপর না হয় ১০-১২টার কথা চিন্তা করেন।
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬
প্রিয় বিবেক বলেছেন: কি যে বলেন ভাই, কোন সমস্যা নাই, আল্লাহ ভরসা। সারাদিন শুধু খেলুম আর খেলুম, তাইলে আর কোন চিন্তা ই নাই, এম্নে ই সব ঠিক। আমি লুডু খেলার কথা বলেছি ভাই।
৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:১৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, বিয়া করতে কে কইল???
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬
প্রিয় বিবেক বলেছেন: মন কইছে ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ৩:০০
বাঘামিলন বলেছেন: ভালো