নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে নিকৃষ্ট মানুষ টির নাম কি ???

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৭

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার দেখা সবচেয়ে খারাপ মানুষ টির নাম কি?
আমি খুব বেশি চিন্তা না করেই দৃঢ়চিত্তে বলে দিবো ''শিক্ষামন্ত্রী নাহিদের নাম''।
তারপরে যদি জিজ্ঞেস করে তোমার এই ক্ষোভের কারণ কি?
তখন আমি বলবো, এই মানুষ টি আমাদের মেধাবী জাতিকে মেধাহীন করার জন্য কাজ করে যাচ্ছে। বাহিরের প্রভুদের কে খুব বেশি ফলো করতে গিয়ে মেধাবী রা আজ মেধাশুন্য হওয়ার পথে।
তারপরেও যদি কেউ জিজ্ঞেস করে তোমার কথা বুঝলাম না বুঝিয়ে বলা যাবে কি ?
তখন আমি বলবো, তাহলে বলছি শুনুনঃ
এই শিক্ষামন্ত্রী কেবল চায় পাশের হার বাড়াতে, (A+) এর সংখ্যা বাড়াতে, নাম কামাতে।
কিন্তু সে নিজেই জানে না, এই সোনার বাংলাদেশে পাশ করাই কেবল সীমাবদ্ধতা নয়।
বর্তমান কালে যে পরীক্ষা দেয় সে ও (A+) পায়, আবার যে না দেয় সে ও (A+) পায়।
তাহলে মেধাবী আর আর মেধাহীন দের মধ্যে পার্থক্য রইল কোথায়?
হ্যাঁ, এটা ঠিক যে আমরা সবাই মেধাবী, কেউ কম, কেউ বেশি।
কেউ পড়ালেখার দিক থেকে মেধাবী, কেউ হয়তো অন্নদিক থেকে মেধাবী।
তারমানে তো এই নয় যে সবাইকে (A+) কিংবা পাশ করিয়ে দিতে হবে !
সত্যি ই অনেক ভাবিয়ে তুলে, যখন শুনি ২৯ তম বিসিএস এর প্রথম স্থান অধিকারি
''রবিউল আউয়াল'' নামের বড় বড় ভাই টির কপালে এখন ও কোন চাকরি জুটে না।
তাহলে কি ধরের নেব না, এই শিক্ষামন্ত্রীর সিংহভাগ পদক্ষেপ ই ব্যার্থ !!!
কয়দিন আগে খবরে দেখলাম, শিক্ষা মন্ত্রীর শিক্ষা সচিব বলেছেন, যদি কোন স্টুডেন্ট ৭৫% ক্লাসে উপস্থিতি থাকে, তাহলে সে পরিক্ষায় ফেল করলেও ঐ শিক্ষক তাকে পাশ করিয়ে দিতে বাধ্য থাকিবে। আর যদি ঐ শিক্ষক পাশ না করায় তাহলে ঐ শিক্ষক কে জবাবদিহিতা করতে হবে। কেয়া বাথ হে.....................ইয়ার?
আগে স্টুডেন্ট রা জবাবদিহিতা করতো নিজেদের ভুলের জন্য, আর এখন শিক্ষক
কে জবাবদিহিতা করতে হবে ফেল করা স্টুডেন্ট কে পাশ না করানোর কারণে।
এই শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের নাম ডুবাচ্ছে জ্যামিতিক হারে।
যদি এভাবেই চলতে থাকে, তাহলে এ জাতি কে মেধাশুন্ন করতে আর বেশি দেরি নাই।
আমি/আমরা সারাদিন চিল্লালে ও কোন লাভ নাই, যদি সরকার এর পদক্ষেপ না নেয়।
আমরা আশা করছি, সামনের আগামী টা বাংলাদেশের জন্য অনেক ফলপ্রসূ হবে।
-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: "মেধাবী জাতি" মানে কি? পৃথিবীতে কোন জাতি মেধাবী না? আমাদের পুরো শিক্ষাপদ্ধতিই আসলে জঘন্য। মুখস্থ বিদ্যা পরীক্ষার খাতায় গিয়ে উগরে দিয়ে আসা, এটা আসলে সঠিক শিক্ষাপদ্ধতি হতে পারেনা, এতো A+ A- হিসাব করে লাভ নেই। যা হারানোর তা আমরা শুরু থেকেই হারিয়ে বসে আছি, এখন একটু এদিক সেদিকে কিছু আসবে যাবেনা।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

প্রিয় বিবেক বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই।

২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: সম্রাট নেপোলিয়ান বলেছিলেন, "তুমি যদি কোন জাতিকে ধ্বংস করতে চাও, তবে তার শিক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দাও"

টাকুয়া নাহিদ সেই কাজ বেশ বিশ্বস্ততার সাথেই করে চলেছে প্রভুভক্ত কুকুরের মত। তার প্রভুর দেশের লোকজন অর্ডিনারী ডিগ্রী নিয়ে সারা বিশ্বের চাকরির বাজার দাপিয়ে বেড়াচ্ছে, অথচ তার দেশের মেধাবী শিক্ষার্থীরা নিজ দেশেই প্রত্যাশিত কোন ক্যারিয়ার গড়তে পারছেনা।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

প্রিয় বিবেক বলেছেন: অনেক সুন্দর বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.