![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে সবসময় ই মনে হয় আমাদের শিক্ষাব্যাবস্থা আমাদের কখনোই খুব
ভালো কিছু দিতে পারে নাই। শুধুই মেধাবীদের মেধাহীন এর কাতারে লিপিবদ্ধ করেছে।
হ্যাঁ, হয়তো বর্তমান ৪/৫ বছরের জন্য হয়তোবা শিক্ষামন্ত্রী নাহিদ এর দোষ, কিন্তু
সবটা বিবেচনা করলে মুল দোষ তাদের, যারা মূলত আমাদের শিক্ষাব্যাবস্থা র প্রণেতা।
আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের কে গরুর রচনা মুখস্ত করিয়েছেন, আর
বলেছেন যে যত তাড়াতাড়ি মুখস্ত করতে পারে সে ই নাকি তত বেশি মেধাবী? কি আজীব?
কিন্তু আমার শিক্ষাব্যাবস্থা র প্রণেতা রা যদি আমাদের সামনে ১ টি গরু কে দাঁড় করিয়ে বলতেন, এখন তুমি একটা গরুর রচনা লিখো, তোমার যা মন চায় তাই লিখো, মুখস্তের দরকার নাই। তখন হয়তো মুখস্ত না করে আমি আপনি অনুমান করতে শিখতাম, কল্পনা করতে শিখতাম।
মানলাম, প্রথম দিকে আমরা অনেক ভুল করতাম, কিন্তু শেষের দিকে এসে তো আমরা সত্যি ই অনেক কিছু শিখতাম। কিছু অজানাকে জানতাম, কিছু নতুন এর সাথে পরিচিত হতাম।
পরিশেষে এটুকুই বলবো, শিক্ষাব্যাবস্থা র নামে অ শিক্ষাব্যাবস্থা চালু হয়েছে।
-----(গোলাম রাব্বানী)
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৮
প্রিয় বিবেক বলেছেন: আপনি কি থাকার কথা বলছেন
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
লেখার ভেতর কিছু নেই।