![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়া ১ ফ্রেন্ড এর কাছ থেকে শুনলাম মুশফিক অনেক কান্নাকাটি করতেছে,
সবার মন খারাপ, মাশরাফি নিজেও এবং সবাইকে শান্তনা দিতেছে।
টাইগার রা, তোমরা যা করছ তাতেই সালাম তোমাদের। তোমরা যখন দেশে ফিরবা তখন হাজার হাজার দর্শকের মত আমি ও বিমানবন্দরে যাবো তোমাদের সংবর্ধনা জানাতে।
আমরা জানি তোমাদের চেষ্টার কোন ত্রুটি ছিল না। তোমরা কান্না কর না প্লীজ !
পুরা বিকাল ধরে কান্না করে চোখ ফুলিয়ে ফেলছি, আর কাঁদতে চাই না।
এখন শুধু হাঁসতে চাই, তোমরা শুধু দেশে আসো, তারপর হাঁসির মঞ্চ এর উদ্ভব হবে।
কিছু কথা তাইলে বলি, এখন ICC থেকে বলা হচ্ছে আম্পায়ার দের দোষ, ভুল কল দিছে।
ধরেন, তাদের জরিমান ও করলো। কিন্তু এতে লাভ টা কি? আমরা তো আর ম্যাচ ফিরে পাবো না। আমরা যেটা চাই সেটা হচ্ছে, এই ২ জন কে ভুলিয়ে টুলিয়ে কোন সিরিজে নিয়ে আসা হোক।
তারপর জনগন প্রতিশোধ নিবে। তখন আমরা দেখিয়ে দিবো ভুল কল কাকে বলে।
তারপর, আমাদের লোটাস কামাল সাহেব ICC র এত্ত বড় দায়িত্বে আছেন, কি করছেন উনি?
বাল ফালাইছে এত্ত বড় পোষ্টে থাইকা??? সব হইল স্বার্থপর। শুধু বড় বড় কথা বলার সময় আছে। আমরা হারছি আমাদের দুঃখ নাই। আমরা চাইছিলাম ফেয়ার গেম খেলে হারতে। কাল শ্রীলংকা ও তো হারছে, কিন্তু তারা তো ফেয়ার গেম খেলে হারছে। এই কুত্তা গ লগে খেইলা মান ইজ্জত সব গেলো।
গত ৩ দিন যাবত চোখে কোন ঘুম ছিল না, কালকের কেনা রং সব ই ফেলে দিছি, ভুলে গেছি নৈতিকতার সংজ্ঞা। বাঙালি বীরের জাতি, এরা কখনও কোন অপরাধের কাছে মাথা নত করে না। আর সেজন্যই আমরা হেরেছি। ICC কে দেওয়ার মত শত শত কোটি টাকা আমাদের ছিল। কিন্তু আমরা কখনোই আনফেয়ার গেম খেলতে চাই নি। কিন্তু ইন্ডিয়া কি করলো?
শেষ বিকেলের দিকে আমি পুরা পাগলের মত হয়ে গেছিলাম। শুধু ইন্ডিয়া র সাপোর্টার খুজতেছিলাম। ভাগ্যিস পাই নাই। নাইলে মনে হয় মাথা পাটাইয়া ফেলতাম।
আজ বুজতাছি, কেন ১৯৭১ এ আমাদের সাহায্য করেছিলো।
আর আজ নতুন করে ''কুত্তার বাচ্চার'' সংজ্ঞা শিখলাম।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৪
প্রিয় বিবেক বলেছেন: জি ভাই ভালো বলছেন
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪২
ল্যাটিচুড বলেছেন: আজকের খেলা নিয়ে কথাসাহিত্যিক আনিসুল হকের স্ট্যাটাসে মাত্র একটি বাক্যেই ঝরে পড়েছে রাজ্যের হতাশা। তিনি লিখেছেন, ‘সব কিছুই ব্যবসা রে ভাই।
এই ছোট্ট একটা বাক্যে কতকথাই না বলেছেন তিনি -
১৯৭১ এ মুক্তিযুদ্ধে সহায়তা থেকে শুরু করে ২০১৫ সালের রাজনৈতিক সঙ্কট - সব ভোগান্তির পিছনে আছে এই প্রতিবেশীর ব্যবসায়ীক স্বার্থ।
খালেদা - হাসিনা - আপনি আমি শুধুই উপলক্ষ মাত্র