![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দৃষ্টিতে এ পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত শব্দ টি হচ্ছে ''সুযোগ''।
সবাই বলে সবাই নিঃস্বার্থবান, কিন্তু সুযোগ পেলে সবাই ই তাকে ব্যাবহার করে।
ধরেন,
বাড়ির মালিক টি দারোয়ানের সাথে উল্টাপাল্টা ব্যাবহার করে ''সুযোগ'' এর ফলে,
আমরা মাঝে মাঝে রিক্সাওালার সাথে ভাড়া নিয়ে গালাগালি করি ''সুযোগ'' এর ফলে,
নেশাখোর স্বামী প্রতি রাতেই তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করে ''সুযোগ'' এর ফলে,
আমরা ঠিক মত বুয়া বিল, ময়লা বিল, ডিশ বিল ইত্যাদি দেই না ''সুযোগ'' এর ফলে
আমরা বাসের ভাড়া, কারো অধিকার মেরে খাই ''সুযোগ'' এর ফলে,
''সুযোগ'' এর ফলে আরও কত কিছু হয় রে ভাই, আরও কত কিছু ........................!!!
আমার মনে হয় ''সুযোগ/ক্ষমতা'' অর্জন করা ভালো, কিন্তু এটাকে যত কম ব্যাবহার করা
যায় ততই ভালো। কারণ এই অভিশপ্ত শব্দ টি মানুষ কে অনেক বেশি অভিশাপি করে তুলে।
-----(গোলাম রাব্বানী)
©somewhere in net ltd.