![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই এপ্রিল ফুলের ঘটনা কম বেশি সবাই ই জানেন। তার পরেও বলছি দিনটি ছিল ১৪৯২ সালের ১ এপ্রিল। সংক্ষেপে বলতে গেলে স্পেনে খ্রিস্টান রা মুসলমানদের ক্ষমতা দেখে ক্ষোভে ফুস্তেছিল, এবং চিন্তা করতেছিল কিভাবে মুসলমানদের অধপতন করানো যায়। যাই হোক কোন এক ফাঁদে পেলে এই দিনে মুসলমানদের মসজিদে ঢুকিয়ে আগুন দিয়ে মেরে ফেলে তারা। তারপর এক পিচাশিও তাণ্ডবতায় মেতে উঠে তারা। আড় এভাবেই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে থাকে স্পেনের সেই মুসলমানদের শাসন।
কিছুই বলার নেই। তবে অনেক খারাপ লাগে যখন দেখি কোন মুসলমান এপ্রিল ফুল বলে খুব আনন্দে হেঁসে উঠে। আমি নিশ্চিত সে এই অতীত টা জানে না, জানলে হাসত না। যাই হোক আর বেশি কিছু বলবো না, শুধু এই টুকুই বলবো, এই দিন উপলক্ষে ঐ শহীদ মানুষ গুলোর জন্য আল্লাহর কাছে দোয়া কইরেন। যদি কোন উপকার লাগে !!!
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪
প্রিয় বিবেক বলেছেন: মানে?
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
শেখ মফিজ বলেছেন: মীথ আর ইতিহাসের মধ্যে সম্পর্ক নেই ।