নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

হায়রে বিএনপি !!!

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৫

অনেক দিন পর আবারো রাজনীতি নিয়ে ১ টি পোষ্ট দিলামঃ
সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। শুনলাম বিএনপি নির্বাচনে যাচ্ছে, খুব ভালো কথা।
এখন বিএনপি বলবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই নির্বাচনে যাবো, তাও ভালো কথা।
হয়তোবা এটাও বলবে, স্থানীয় আর জাতীয় নির্বাচন ভিন্ন কিন্তু এই সিটি নির্বাচন সেই
স্থানীয় নির্বাচনের আওতায় পড়েনা, তাও খারাপ কথা নয়, হাহাহাহা, লল রে লল।
জানেন ই তো, আমার মতে lol means ''lots of latthi''.
এইবার বলি তাইলে,
আপনারা যদি এত তামাশাই করতে চেয়েছিলেন, তাহলে মাসের পর মাস হরতাল/অবরোধ এর নামে জ্বালাও পোড়াও কর্মসূচী কেন দিয়েছিলেন? যেখানে শত শত মায়ের বুক খালি হয়ে গেছে।
আপনারা কি একবার ও ভাবেন নি, আপনাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের
কত বড় ক্ষতি হয়ে গেছে, আর অর্থনৈতিক দিন থেকে তো কোমর ভেঙ্গে গেছে।
আন্দোলনের সময় সে সব কুলাঙ্গার নেতা ( স্যরি আমি তাদেরকে এর চেয়ে ভালোভাষায়
সম্বোধন করতে পারছিনা ) কোথায় থাকেন যারা এখন নির্বাচনের সময় গর্ত থেকে মাথা
বের করে হুক্কাহুয়া ডাক দিতেছেন ???
আরেকটা খবর পাইলাম , এর মধ্যে নাকি ছাত্রদল তাদের পুর্নাংগ কমিটি ঘোষনা করবে !!
এবং এর কমিটি নিয়ে নতুন করে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে !!
হা হা হা হা..................... আমারে কেউ ইলিশ মাছের কাঁটা খাওয়াইয়া মাইরা ফালা রে ভাই !!
কমিটিতে পদ পাওয়া নিয়ে এই ছাত্রদল পল্টনে যা করেছে সেটা ভুলার কথা নয় কারো ।
আপনি কেন ভাবতেছেন না যে এটা আপনাদের সুযোগ না , এটা সরকারের সুযোগ ।
এই স্থবিরতার সুযোগে সরকারের পুলিশ, র‍্যাব সহ অন্যান্য বাহিনী বিশ্রাম নিয়ে
নতুন করে আপনাদের বিরুদ্ধে নামবে, তখন আম ও যাবে, আর ছালা তো গেছেই আগে।
বিএনপি হয়তো ভাবতেছে, নির্বাচন করে কয়েকটা মেয়র পদ পেলে সামনের বছর আরও
কঠিন আন্দোলন সংগ্রাম করা যাবে, এবং হয়তোবা ক্ষমতায় যাওয়া যাবে।
কিন্তু আওয়ামীলীগ এত কাছা মাছ খায় না, রাজনীতি টা তারা খুব ভালোই বুঝে।
ব্যাপার টা এমন, ঘুড়ি আকাশে উড়িয়ে দিয়ে নাটাই হাতে রেখে কন্ট্রোল করার মত।
আসল কথা হচ্ছে,
আপনারা নিজেরাই চুরি করবেন আবার মানুষকে ফতোয়া দিবেন চুরি করা ঠিক না।
কেয়া বাথ হায় ইয়ার..............................................................................!!!
যাই হোক, ২ দল মিলে মিশে সুন্দর করে দেশ চালাক তাই আমাদের কাম্য।
এটা আশা করাই যাই, সামনের আগামী টা শুধুই বাংলাদেশের জন্য হবে ইনশাল্লাহ।
-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

নিষ্‌কর্মা বলেছেন: মানুষ চালাক হয়ে গেছে রে ভাই। পদ-পদবী ছাড়া তাই আর গতি নাই।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

প্রিয় বিবেক বলেছেন: সার্থক মন্তব্য করেছেন ভাই।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

সাদী ফেরদৌস বলেছেন: বি এন পি দলটা এখন পুরাই বিনোদন ।এত দিন আওয়ামী লীগ রে ভারতের দালাল , ইসলামের শত্রু বইলা আসতো এই ডায়ালগ গুলা এখন আর পাবলিক খায় না । ভাগ্য ভাল মেজর জিয়া নবি আদমের যুগে জন্মান নাই , তাহলে বি অ্যান পি তার মৃত্যুর বহু বছর পর তারে প্রথম নবি ও প্রথম মানুষ বানাইয়া দিতো ।হিজড়া উরফে পাতিহাস বিদ টারেক ভাইজান বলেছেন নিরবাছনে যাওয়া আমাগো একটা কউশুল মাত্র । ওরে আবাল ! আওয়ামীলীগ ঘাস খাইয়া রাজনিতি করে তো তাই তোমার মতো লুইচ্ছার কৌশল বুঝবনা ( অর ছোড টা তো গেছে অকালে ঝইরা , নারি মাদক খাইয়া আর কত দিন ই বা বাছা যায় , তারিক্কা তোর ও সময় ঘনাইয়া আইছে )

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪

প্রিয় বিবেক বলেছেন: ভাই, কারো পক্ষ নেওয়া ঠিক না, যেহেতু আপনার পরিচয় আপনি একজন লেখক, তার চেয়ে বেশি কিছু নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.