![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকালের নির্বাচন উপলক্ষে অনেক কেই দেখলাম বিভিন্ন রকমের পোস্ট দিতে,
''কয়েকদিন আগে অবরোধ এর সময় বিএনপি/জামাত মানুষ মারছে, গাড়ী পোড়াইছে.........
ইত্যাদি ইত্যাদি''। তাই তাদের কে ভোট দেওয়া যাবে না, আরও কত কি............!!!
এখন কথা টানলেই কথা আসে, দেশে ঐ পরিস্থিতির সৃষ্টি করছে কারা এটা সবাই ই জানে।
তাইলে তো আওয়ামীলীগ কে ও ভোট দেওয়া যাবে না, তো করবেন টা কি?
আগেই বলে নেই, আমি কারো পক্ষ নিয়ে বলছি না, আমি নিরপেক্ষ থেকে বলার চেষ্টা করছি।
আমাদের দেশে এখন গণতন্ত্র বলে কিছু নাই, যা আছে তা হচ্ছে শোষণ আর নির্যাতন।
আমাদের খুব ই দুর্ভাগ্য যে আমরা ''বঙ্গবন্ধু/জিয়াউর রহমানের'' গড়ে দেওয়া
সোনার বাংলাদেশ কে আর নির্ভেজাল রাখতে পারি নাই ক্ষমতায় টিকে থাকার কারণে।
এইবার বলি, কালকের নির্বাচন নিয়ে,
শুনেন, বিএনপি খারাপ তাই বলে তাদের প্রার্থী খারাপ হবে কিংবা আওয়ামীলীগ
ভালো তাই বলে তাদের প্রার্থী সোনায় সোহাগা হবে আমি তাতে বিশ্বাস করি না।
সবাই ভালো আবার সবাই খারাপ এটা নির্ভর করে কার ডিমানড কেমন তার উপর।
কালকের নির্বাচন নিয়ে আমার প্রেডিকশনঃ
যদি সুসঠ নির্বাচন হয় তাহলে, উত্তরে জিতবে ''তাবিথ আউয়াল'' আর দক্ষিনে জিতবে ''সাইদ খোকন''। কারণ এই মানুষ গুলো অন্যদের তুলনায় একটু বেশি ই যোগ্য। যদিও আরও ২ জন যোগ্য নেতা ছিলেন, ''মাহি বি চৌধুরী, আর গোলাম মাওলা রনি''। কিন্তু ওরা ভালো ফ্লোর না পাওয়াতে তাদের সম্ভাবনা নাই বললেই চলে।
এখন দেখা যাক কাল কি ঘটতে যাচ্ছে.............................................!!!
-----(গোলাম রাব্বানী
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬
প্রিয় বিবেক বলেছেন: কি বলবো বলেন ভাই, কিছুই বলার নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৪
মেকগাইভার বলেছেন: মাহি বি চৌধুরী র মতন মানূষ কে যদি এদেশের মানূষ ভোট না দেয় তাহলে বুঝতে হবে এই দেশের মানূষেরই আসলে দোষ। আমরাই খারাপ মানূষদের ভোত দিয়া পাওয়াড়ে দার করাই।