![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লিখাটি হয়তো আপনার দৃষ্টিভঙ্গি কে সম্পুরনভাবে পাল্টে দিতে পারে...!!!
ভিক্ষা বৃত্তি কে আমরা অনেকেই অপছন্দ করি, তারপরেও ভিক্ষা দেই, হ্যাঁ তাই বলছি,
আপনার ছোট্ট দান ক্রিত ২ টাকাই অনেক বড় সম্পত্তিতে পরিণত হতে পারেঃ
আমরা সবাই ই তো কম বেশি দান করি। ২/৪/১০ টাকা যা ই দান করি না কেন তা কোন ব্যাপার না। ধরেন আপনি যদি কাউকে ২ টাকা দান করেন তাহলে সেক্ষেত্রে তাকে বলবেন এই ২ টাকার ভিতর থেকে সে যেন ১ টাকা তার চেয়ে নিন্মমানের অন্য ভিক্ষুক কে দান করে। অথবা আপনি যদি ৫/১০ টাকা তাকে দান করেন, তাহলে তাকে বলবেন তার চেয়ে নিচু মানের ভিক্ষুক কে যেন এখান থেকে ২ টাকা দান করে। সে না দিলে খুব ক্ষতি হবে না। কিন্তু সে যদি তার নিজের ভিক্ষা থেকে অন্য ভিক্ষুক কে কিছুটা অংশ দান করে এবং একই সুরে তিনি আবার অন্ন ভিক্ষুক কে যদি একই কথা বলে যে তার দানক্রিত দান থেকে যেন একটা ছোট অংশ তার চেয়ে নিন্ম মানের ভিক্ষুক কে দান করেন। তাহলে ভেবে দেখেছেন, দেশ কতটা সামনের দিকে এগোবে?
তাছাড়া, ভিক্ষুকদের দান করা দেখে অনেক মানুষ ও দান করতে অনুপ্রাণিত হবে।
বেশি না, এক মাসে আপনার কথা মত যদি ১০ জন ভিক্ষুক ও যদি এ কাজটি করে, এবং তাদের দেখাদেখি তাদের সারির লোকেরা ও যদি এক ই কাজ করে, তাহলে দেশে এক বিপ্লব বয়ে যাবে। এভাবে যদি মাত্র ২ টা স্টেপ পার হয় তাহলে আপনাদের ঐ ১০ সংখ্যাটা ১,০০০ এ গিয়ে ঠেকবে। আই রিপিট ''এক হাজার জন''। এক পর্যায়ে দেখবেন আমাদের দেশে ভিক্ষা নেওয়ার মত আর কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবাই শুধু ভিক্ষা দেওয়ার জন্য মানুষ খুঁজবে, কিন্তু খুঁজে পাবে না। আমরা একটু পজিটিভ হলেই এটি বাস্তবায়ন করা সম্ভব। এবং এ পজিটিভিটি হয়তো বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লব ঘটিয়ে দিতে পারে।
আমি জানি এটা বাস্তবায়ন করা অনেক কঠিন, কিন্তু অসম্ভব নয়।
আপনি খুব বেশি কিছু না করতে পারলেও কষ্ট করে share তাতে ও অনেক উপকৃত হবে।
১ টি share এ অনেক গুলো মানুষের দৃষ্টি বদলে দিতে পারে, এখন সিদ্ধান্ত আপনার !!!
বর্ণ টা না হয় আমি, আপনি মিলে সাজাই, পরে দেখবেন সবাই বাক্য গঠন করবে !!!
মনে রাখবেন, পথ তৈরি করে কিন্তু ২/১ জন, আর বাকি সবাই হয় পথিক !!!
-----(গোলাম রাব্বানী)
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
প্রিয় বিবেক বলেছেন: আপনি কি কমেন্ট করছেন ভালো করে আবার পড়েন। আগে বুঝেন তারপর কমেন্ট করেন প্লিজ্জ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি পাথরের যুগে জন্ম নিলে নবী হতে পারতেন।