![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমিকা কেনই বা তোমার আগমন, একটু বলবা কি আমায়...!!
আচ্ছা বলেন তো মানুষ প্রেম কেন করে?
উত্তর অনেক সোজা, সুন্দর জীবনকে আরও অনেক বেশি সুন্দর করতে।
যে কোন মানুষ ই তার জীবনে অনেক সুন্দর ভাবেই চলতে থাকে, যেন ছন্দের তালে ছন্দময়ী কোন মানুষ। হয়তো কোন এক অজানা মুহূর্তে কাউকে তার অনেক ভালো লাগে। তারপর থেকে সে ভাবতে শুরু করে ওকে পেলে আমি সত্যি ই নিজেকে পাল্টে দিবো। তারপর যখন সে রিলেশন এ জড়ায়, তখন শুরুর দিকে সে স্বর্গে ভাসতে থাকে। যেন প্রেমিকা ই তার সব। আশে পাশে অন্য কেউ থাকলেও তাকে চিনেও না চেনার ভান করে অনেকেই চলে যায়, প্রেমিকার মনরঞ্জন করার জন্য। একবার ও ভাবে না, আমার অতীত, বর্তমান আর ভবিষ্যতের মাঝে ফারাক এর কথা।
বাদ দেই এই আজাইরা কথা। কারণ সবাই সবার দিক থেকে অনেক বেশি জ্ঞানী।
কিন্তু কিছু কথা না বললেই নয়।
প্রেমিক ভাইয়েরা একটু ভালো করে চিন্তা করেন দেখেন তো,
আপনি আপনার প্রেমিকা কে যত নম নম করেন, সে আপনাকে এর অর্ধেক ও করে কি না?
আপনি আপনার প্রেমিকা র পেছনে কত সময় দেন, আর সে কত সময় দেয় আপনাকে?
আপনি তাকে কতটুকু কেয়ার করেন, আর সে আপনাকে কতটুকু কেয়ার করে?
আশা করি আপনার উত্তর পেয়েছেন। শুনেন ভাই ইমোশন থাকা ভালো, কিন্তু খুব বেশি থাকা ভালো না। ইমোশন দিয়ে নিজের জীবন চললেও পৃথিবী কে ইমোশন দিয়ে চালানো সম্ভব নয়। এটা আপ্নি/আমি কিংবা আমাদের মত অনেক ছেলে না বুঝলেও কথিত প্রেমিকার দল ঠিক ই বুঝে। আর সে জন্য আপনাকে ভুলে ভালো জব হোল্ডার কাউকে দেখে বিয়ে করে ফেলে।
কি আমার কথার সাথে মিলছে তো ভাই?
মিলাটাই স্বাভাবিক, কারণ আজাইরা কথা বলার অভ্যাস আমার নাই রে ভাই।
এইবার আর ও কিছু কথা বলি ভাই,
আপনি পিউর লাভ করেন আর ভেজাইল্লা লাভ যাই করেন না কেন মনে রাখবেন,
অন্য কারো কাছে নিজের মনুষ্যত্ব কে বিকিয়ে দেওয়াটা মহত্তের লক্ষণ নয়,
বরং খুব বেশি উইক না হয়ে বাস্তবতার আশে পাশেই ঘুরতে থাকেন, দেখবেন আপনি সফল। এখন সিদ্ধান্ত আপনার, আপনি নিজেকে বিকিয়ে দিবেন নাকি অন্যকে নিজের দিকে টানবেন?
নোটঃ ''এক্সেপশন কেন নেভার বি এন এক্সাম্পল"।
-----(গোলাম রাব্বানী)
©somewhere in net ltd.