নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

\'\'গত এক বছরে ১৮,০০০ নারী ধর্ষিত হয়েছে\'\'

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

Statistics shows that, ''গত এক বছরে ১৮,০০০ নারী ধর্ষিত হয়েছে''।
আই রিপিট, ১৮,০০০ নারী ধর্ষিত হয়েছে''। বাংলাদেশ সামনের দিকে খুব জোরে সোরে আগাচ্ছে ঠিক না।

ঐদিন প্রেস ক্লাবে দেখলাম, এক ভদ্র লোক হাতের সামনে মাইক পায়া জোরে জোরে চিল্লায়া বলতাছে, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশে ধর্ষণ বাড়তেছে। পারলে ঐ ভদ্র লোকরে বলতাম, ভাই একটু থামেন। কিছু না জেনে গাঁজাখুরি কোন কথা বলবেন না। যেটা জানেন না সেটা নিয়ে কিছু বলতে যাবেন না প্লিজ, আগে জানেন তারপর বলেন।

ঐদিন পেপারে দেখলাম, দিনাজপুরে এক লোক গরু কে ধর্ষণ করতে যেয়ে ধরা খাইছে। না আমি দুষ্টামি করতেছি না। লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিবো। তো সেখানে ও কি আওয়ামীলীগ যেয়ে ঐ লোক কে বলছে ভাই তুমি ভালো করে গরু কে ধর্ষণ করো। আর কত না জেনে আজাইরা বলবেন রে ভাই?

আগেই বলে নিচ্ছি, আমি ''আওয়ামীলীগ/বিএনপি'' কোন দল ই করি না।
ধরেন আজ যদি আওয়ামীলীগ এর জায়গায় বিএনপি থাকতো, তাহলে কি এক্কেবারে উলটাইয়া ফালাইত? কেউ ই কিচ্ছু করতে পারবে না। যদি না আমরা ব্যাক্তি রা না ফালটাই। হ্যাঁ তবে, আওয়ামীলীগ যেহেতু টানা ২ মেয়াদী সরকারের দায়িত্বে আছে, সেহেতু তারা ইচ্ছা করলেই আরও ভালো কিছু করতে পারতো। আই মিন, ধর্ষক দের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যাবস্থা করে, যেন দেশ থেকে ধর্ষক এর সংখ্যা কমে যায়। এদিক থেকে আওয়ামীলীগ কিছুটা ব্যার্থ কন্ট্রোল না করতে পেরে।

তাহলে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে?
ধরেন দেশে যে হারে ধর্ষক এর সংখ্যা বাড়ছে, কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ সেটা বুঝার অপেক্ষা থাকে না।
আপনি দেখেন, যারা ধর্ষিতা হচ্ছে পেপারে তাদের ছবি ছাপিয়ে তাদেরকে ফেমাস করে দেওয়া হচ্ছে, সামাজিক সম্মান বলতে তাদের কিছুই থাকে না। আর যারা ধর্ষক, তাদের বড় জোর এরেস্ট করা হলেও কয়েকমাস জেলের ডাল ভাত খাওয়াইয়া ছাইড়া দেয়। তো লাভ টা কি? সরকার টাকা খরচ করে ধর্ষক দের বিনোদন দিচ্ছে, কি দরকার এতো আদর সোহাগ করার।
আমার দৃষ্টিতে এই ধর্ষক দের পাবলিক প্লেসে সবার সামনে জাস্ট ''ব্রাশ ফায়ার'' করে দেওয়া। এভাবে ২০/২৫ টা রায় কার্যকর হলে কেউ আর এইদিকে আগানোর ও চিন্তা মাথায় আনবে না। যখন প্রমাণ পাবেন সে ধর্ষক, তখন ই রায় কার্যকর করেন, দেখবেন সব ঠিক।

গারো তরুণী ধর্ষিত হয়েছে, সে প্রসঙ্গে সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। কিন্তু প্রতিদিন যে হাজার হাজার নারী ধর্ষিতা হচ্ছে তার কোন হিসাব নাই। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, যেন আইনের উরধে কেউ ই না যেতে পারে। আর যেন বাংলাদেশ টা ভারতে রূপ না নেয়, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, অনেক সুন্দর, অনেক ভাত্রিত্তের, আর মানবতার।

-----(গোলাম রাব্বানী)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:১৫

জুলহাস খান বলেছেন: সবই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো।

০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪৪

প্রিয় বিবেক বলেছেন: বলেন ধর্ষণ করাটা ও স্বপ্ন ছিল?
প্লিজ ভাই একটু বুঝে শুনে কমেন্ট করেন, সব জায়গায় রাজনীতি টানবেন না, এতে নিজের সমর্থিত দল কলঙ্কিত হয় রে ভাই।

২| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


সরকার একটা টাস্ক ফোর্স গঠন করে, দ্রুত আইনে বিচার করলে থেমে যাবে।

০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪৫

প্রিয় বিবেক বলেছেন: জাস্ট কয়েকটা রায় কার্যকর হলেই সম্ভব ভাই, আর চাঁদ গাজী ভাই আপনার সাথে আমি বেক্তিগত ভাবে পরিচিত হতে চাই, যদি আপনি বলেন।

৩| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা একটা প্রাগৌতিহাসিক সমস্যা। সমাধান নাই। কিছুটা নিয়ন্ত্রন সম্ভব। পুরুসাঙ্গ কর্তনের ব্যবস্থ্যার মাধ্যমে ভীতির সৃস্টি করা যাইতে পারে।

০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪৬

প্রিয় বিবেক বলেছেন: জাস্ট কয়েকটা রায় কার্যকর হলেই সম্ভব ভাই

৪| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


@ শতদ্রু একটি নদী...,

কাটাকাটি ইত্যাদি কেন মাথায় আসছে?

০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪৬

প্রিয় বিবেক বলেছেন: হাহাহা

৫| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি নিজেও মাঝে মাঝে উগ্রপন্থী তো, তাই আঙ্কেল। ধর্ষকেরা উগ্রপন্থ্যা অবলম্বন করতে পারলে আমরা করলে দোষ কই?

০২ রা জুন, ২০১৫ রাত ১২:২৩

প্রিয় বিবেক বলেছেন: ও ও ও

৬| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:০৩

ঢাকাবাসী বলেছেন: প্রায় সহমত।

০২ রা জুন, ২০১৫ রাত ১২:২৩

প্রিয় বিবেক বলেছেন: হুম

৭| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেঞ্চুরিয়ান মানিক যখন পুরস্কৃত হয়, ময়মনসিংহের গণ যৌন নির্যাতন যখন বিচারের আওতায় আসেনা..পহেলা বৈশাখ যখন সুশীল বাক্যের তলে হারায় তখনও আপনি বলবেন রাজনীতি টানবেন না!!!

এ আপনার হিপোক্রসি তবে!

নইল মনে করে দেখুন দিনাজপুর ইয়াসমিন ধর্ষনের পর কি রাজনীতি হয়েছিল !!! অথচ আজ ১৮০০০ সংখ্যার পরও বলবেন রাজণীতি টানবেন না!
বরং পুরাই বলতে পারেন ধর্ষনের রাজনৈতিকায়ন হয়েছে এই অনির্বচাতি সরকারের সময়ে।
সত্য বলতে চাইলে পুরাটাই সত্য ভলার চেষ্টাই উত্তম।

০২ রা জুন, ২০১৫ রাত ১২:২৫

প্রিয় বিবেক বলেছেন: , ভাই আপনি মনে হয় আমাকে বুঝতে পারেন নি, আমার কথা টা ঠিক আপনার টা ই ছিল, তবে খানিকটা ঘুরান ছিল ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.