নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

হোয়াট ইজ \'\'ট্রেণ্ড\'\' ???

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩

আচ্ছা দাদা ''ট্রেণ্ড'' মানে কি ???
ও ''ট্রেণ্ড'', অনেক ভেজাইল্যা একটা জিনিস, ওয়েট বলছিঃ

একটু অতীতে ফিরে যাই।
আজ থেকে ৫-৭ বছর আগে একটা সময় ছিল কেউ যদি চুলে ''স্পাইক করত/কিংবা উপরের দিকে উঠিয়ে রাখত/কিংবা রাতা কাটিং দিতো'' তাহলে অন্যরা মনে করতো সে একটা বখাটে। আর এখন সময়ের আবর্তনে আমি আপনি কম বেশি সবাই সেই বখাটে দের শুরু করা স্পাইক করছি, কারণ সেটাই আমাদের কে কম বেশি ভালোই মানাচ্ছে।

আজ থেকে ২/১ বছর আগেও আমরা পুরুষরা সবাই কম বেশি শার্টের উপরের ২/৩ টা বোতাম খোলা রাখতাম, কেউ কেউ তো সব গুলো খুলে রাখত নায়ক সাজার জন্য। আর এখন সবাই কম বেশি বোতাম উপর থেকে নীচ পর্যন্ত সব গুলোই লাগায়, এমনকি উপরের বোতাম টা ও লাগায়, গলা ছিঁড়ে যায় তাও বোতাম খুলে না। কারণ সেটাই এখন চলছে।

আজ থেকে ২/৩ বছর আগেও নারীরা শর্ট ড্রেস পড়তো, যে যত বেশি শর্ট পরতো সে নিজেকে ততো বেশি কিউট মনে করতো। আর এখন নারীরা এতোটাই লং ড্রেস পরে সেটা ভেবেও কুল পাওয়া যায় না যে কোন জমানায় কেউ শর্ট ড্রেস পরত। এখন লং ড্রেস পরে, কারণ এখন সেটাই চলছে।

এরকম উদাহরণ দিলে বহুত দেওয়া যাবে, তাই আর দিচ্ছি না।
এখন আসল কথায় ফিরি, উপরের ৩ টি উদাহরণের মাধ্যমে যেটা ফুটে এসেছে সেটাই ''ট্রেণ্ড''। মানে একজন কিছু শুরু করে দিলেই বাকিরা তা দেখে কনটিনিউ করবে। এটার কিছু ভালো দিক আছে, ধরেন আমি আপনি যদি ভালো কিছু শুরু করে দিতে পারি, তাহলে সেটাও ''ট্রেণ্ড'' হয়ে যাবে কারো না কারো কাছে, আগ্রহের বশত অন্যরা সেটা করার চেষ্টা করবে।

ধরা যাক,
--- রাস্তা দিয়ে কোন বৃদ্ধ কে পার করে দেওয়া।
--- যে কোন ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করা।
--- অনাহারীর মুখে অন্য তুলে দেওয়া।
--- সামর্থ্য অনুযায়ী যে কাউকেই সাহায্য করা।
--- রোজার মাসে গরীব কে সাহরি ও ইফতার করানো।
--- মানুষ কে রক্ত দান করা।
--- কাউকে ছোট করে না দেখা ব্লা ব্লা ব্লা ব্লা........................!!!

আমি আপনি মিলে যখন একটু একটু করে শুরু করবো তখন কেউ না কেউ এটাকে ''ট্রেণ্ড'' মনে করে চালিয়ে যাবে। হ্যাঁ প্রথমদিকে অনেক সমালোচনা সইতে হবে, কিন্তু মনে রাখবেন যে কাজে যত বেশি সমালোচনা থাকে সে কাজে তত বেশি ই সফল হওয়া যায়।
এখন সিদ্ধান্ত আপনার...........................!!!

---গোলাম রাব্বানী

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:১৩

প্রিয় বিবেক বলেছেন: ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.