![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসজিদে গেলে অনেকেরই জুতা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া গেলেই তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। চলুন দেখা যাক........................
১। খালি পায়ে মসজিদে যেতে পারেন।
২। ছিঁড়া জুতা পরে মসজিদে যাবেন।
৩। ২ পায়ের ২ জুতা পরে মসজিদে যাবেন।
৪। ভালো জুতা নিয়ে গেলে ২ টা জুতা ২ কর্নারে রাখবেন,।
৫। জুতা ১ টা ঠিক ভাবে এবং অন্যটা একটু দূরে উল্টা করে রাখবেন, এতে চোর খুঁজে পাবে না।
৬। ১ টা জুতা মসজিদের বাইরে রাখতে পারেন আরেকটা সাথে করে মসজিদের ভিতরে নিয়ে যাবেন।
৭। ৪। জুতা বাইরে রাখলে জুতার নীচে পেরেক আটকাইয়া যাবেন, যেন চোর তা পায়ে দেওয়া মাত্রই পায়ে ঢুকে যায়।
৮। ''অটো লেইছ ওয়ালা'' জুতা ব্যাবহার করতে পারেন, যেন মসজিদে ঢুকার সময় লেইছ গুলো পকেটে করে নিয়ে যেতে পারেন, যার ফলে চোর খালি ''সোলড'' নিবে না।
৯। জুতাতে ''বিলাইর ছিমটি'' ইউজ করতে পারেন, এতে চোরের পা শেষ হয়ে যাবে।
১০। সর্বশেষ ''তাওয়াক্কালতু আলাল্লাহ'' বলে আল্লাহর উপর ভরসা করে রেখে যেতে পারেন।
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৩
প্রিয় বিবেক বলেছেন: ওটা আসলে প্রথমেই হতো ভাই, ভুলে সবার শেষে চলে আসছে, দুঃখিত সে জন্য।
২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০২
ক্ষতিগ্রস্থ বলেছেন: ৪। ভালো জুতা নিয়ে গেলে ২ টা জুতা ২ কর্নারে রাখবেন।
৫। জুতা ১ টা ঠিক ভাবে এবং অন্যটা একটু দূরে উল্টা করে রাখবেন, এতে চোর খুঁজে পাবে না।
৬। ১ টা জুতা মসজিদের বাইরে রাখতে পারেন আরেকটা সাথে করে মসজিদের ভিতরে নিয়ে যাবেন।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫২
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
যোগী বলেছেন:
আল্লাহর উপর ভরসা করতে হবে সবার শেষে? নাউজুবিল্লাহ!