![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউজ ফিডে দেখলাম ''সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র ১০৬''। বাঘের সংখ্যা কমে যাওয়াতে অনেকেই আশঙ্কায় আছেন যে বাঘ কবে যেন আবার বিলুপ্তি হয়ে যায়।
আমি বলি শুনেন ভাই, এতো চিন্তার কিছু নাই। সমস্যা অনেক জটিল কিন্তু সমাধান অনেক সহজ। জাস্ট ''বাঘ আর বাঘিনী'' কে বিয়া করাইয়া দেন, দেখবেন সব ঠিক। আগামী ২/৩ বছরের মধ্যে দেখবেন সংখ্যা টা দ্বিগুণ হবে। ওরা বিয়া করতে রাজী না হলে জোর করে বিয়া করাইয়া দেন, কারণ ওখানে তো কাবিনের ঝামেলা নেই। আর ওইটাও না পারলে ভাই পদত্যাগ করেন প্লিজ !!!
-----গোলাম রাব্বানী
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৫
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৫
বুড়ো হিমু বলেছেন: কথা কিন্তু সত্য বলছেন
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৮
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। ভালো সমাধান।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৫
রাতুলবিডি৫ বলেছেন: সমস্যা অনেক জটিল কিন্তু সমাধান অনেক সহজ। জাস্ট ''বাঘ আর বাঘিনী'' কে বিয়া করাইয়া দেন, দেখবেন সব ঠিক। আগামী ২/৩ বছরের মধ্যে দেখবেন সংখ্যা টা দ্বিগুণ হবে। ওরা বিয়া করতে রাজী না হলে জোর করে বিয়া করাইয়া দেন, কারণ ওখানে তো কাবিনের ঝামেলা নেই।