নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

চরিত্রহীন

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:০২

আমার এক ফ্রেন্ড আছে অনেক সুন্দর, ড্যাম স্মার্ট অনেকটা ইমরান হাশমি লুকিং।
ওর স্বভাব অনেকটা ইমরান কাগুর মত। মাইয়া পাইলেই চলে কোন দেখাদেখি নাই পটাইয়া ফালাইব,
খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তালাতো বোন, বান্ধবি, বান্ধবীর বান্ধবী, ছোট বোনের বান্ধবী, বড় বোনের বান্ধবী, ভাগ্নির বান্ধবী, ভাতিজির বান্ধবী, আপন ভাবী, পরের ভাবী, কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের বুয়ার মেয়ে, ময়লা ওয়ালা মহিলা কোন ছাড়াছাড়ি নাই।
রাস্তা দিয়ে হাঁটার সময় কারো সাথে চোখাচোখি হইলেই চলে, বাসা ভাড়া করতে যেয়ে মালিকের মেয়ে না থাকলে ঐ বাসার কাজের মেয়ে, মানে সর্বভুক প্রাণী, কেমনে যে পটায় আল্লাহ ই জানে! ও যে জীবনে কত প্রেম করছে আল্লাহ মালুম !!!

তো এইমাত্র শুনলাম আমার ঐ ফ্রেন্ড আজ কোথায় যেন কি করতে গিয়া ধরা খাইছে আর লোকজন ধইরা বাইন্দা বিয়া পড়াইয়া দিছে। মজার ব্যাপার হচ্ছে যে মেয়ের সাথে বিয়া পড়াইছে সে মেয়েটি তার বাড়িওয়ালার বাসার কাজের মেয়ে।

নোটঃ যা বুঝার বুঝে নেন। সবার ফ্রেন্ড লিস্টে ই এমন কয়েকটা আঁতেল থাকে। সবাই যার যার মত করে শুধরাইয়া দিয়েন নাইলে এই অবস্থা হবে।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.