![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই আছেন যারা আপনাকে শুধু পচানোর অপেক্ষায় থাকেন। আর নির্বোধ এর মত আপনার ও সেই পচানি সহ্য করতে হয় সেটা ছাড়া কিছুই করার থাকে না। সে ক্ষেত্রে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন।
যেমন, ঐ ব্যাক্তি আপনাকে পচানি শুরু করলে তাকে বুঝতে দিবেন না যে আপনার কাছে খারাপ লাগছে এবং তার সম্বন্ধে প্রশংসা করতে থাকবেন, মাথায় রাখতে হবে চাপা মারা যাবে না আর অবশ্যই তাকে নেগেটিভলি এবং ইনডায়রেক্টলি প্রশংসা করতে হবে। পজিটিভলি প্রশংসা করলে সাময়িক এর জন্য সে থামবে কিন্তু একটু পর আবার শুরু করবে। তাই উনাকে নেগেটিভলি এবং ইনডায়রেক্টলি প্রশংসা করতে হবে, এতে করে তার ব্যাপার টি বুঝতেই সময় লাগবে অনেক্ষন এবং এর মাঝে তাকে একের পর এক ঘন ঘন প্রশ্ন করেন সে উত্তর না দেক সেটা ফ্যাক্ট না। কিন্তু আপনার তাকে থামানো চাই। আর আমি মনে করি যে কাউকে থামানোর জন্য সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে নেগেটিভলি এবং ইনডায়রেক্টলি প্রশংসা করা এবং ঘন ঘন প্রশ্ন করা। প্রয়োজনে কয়েকবার এপ্লাই করবেন তখন দেখবেন সে যেই সলিমুদ্দি ই হোক না কেন সে আপনার কাছে হার মানতে বাধ্য। তারপরও যদি কাজে না দেয় তারপর আমার বইলেন।
-----গোলাম রাব্বানী
০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩
সুমন কর বলেছেন: ঠিক আছে, কাজে না দিলে আপনারে বলুম নে........
০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২
প্রিয় বিবেক বলেছেন: ওকে ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৮
জাহিদ নীল বলেছেন: Valo buddi