নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

আজ একটু \'\'পর্ণ\'\' প্রসঙ্গে বলি !!!

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

''পর্ণ'' এর মানে বুঝেন না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সহজ কথায় ''পর্ণ'' মানে হচ্ছে ''আউলা ঝাউলা'' জিনিস। যা দেখার পর আপনার পৃথিবীতে ক্ষণিকের জন্য এলোমেলো বাতাস শুরু হয়ে যায়। অনেকেই আছেন ''পর্ণ'' কে খুব কিউট করে ''পোকো পোকো'' নামে চিনেন।

আচ্ছা বলেন তো ''পর্ণ'' দেখে কারা?
আরে মিয়া শুনেন, বয়স কালে পর্ণ দেখে না এমন মানুষ খুঁজে পাবেন না।
ভালো, খারাপ, চোর, বাটপার, তরুণ, বৃদ্ধ, পুরুষ, নারী, থেকে শুরু করে সবাই কম বেশি ''পর্ণ'' দেখে। যে লোক আপনাকে আমাকে জ্ঞান দেয় যে বাবা ''পোকো পোকো'' দেইখো না, এগুলো দেখা ভালো না। সে যে দেখে না তার প্রমাণ কি? সে যদি না দেখত তাহলে সে কিভাবে বুঝত পর্ণ ভালো না কি খারাপ ? ভাই শুনেন, আপনি ''পর্ণ'' দেখেন, ''পোকো পোকো'' দেখেন কিংবা ''পোকো পোকো'' বানান সেটা নিয়ে আমার কোন হেডেক নাই। আপনার নিজের জীবনের স্বাধীনতা আপনার আছে তো যা ইচ্ছা তাই করতে পারেন। তবে আমার হেডেক টা অন্য জায়গায়, দাঁড়ান বলছি।

আমরা যখন আমাদের নিউজ ফিডে ৩/৪ মিনিটের কোন ভালো ভিডিও, ভাল ওয়াজ এর ভিডিও কিংবা আরও ভিন্ন ধর্মী ভালো কিছু লেখা দেখলে আমরা তা ওপেন ও করি না। কারণ, আমরা ভাবি আমরা পণ্ডিত। কিন্তু যখন ই নিউজ ফিডে দেখি অমুকের গোপন ভিডিও, অমুকের স্কেনডাল লিক হয়েছে তখন আমরা তা ওপেন করে ঘণ্টার পর ঘণ্টা দেখা শুরু করে দেই। খুব মজা নিতে থাকি। কিন্তু আমরা ঐ ২/৩ মিনিটের ভিডিও দেখার টাইম পাই না। এটা কেবল আমার আর আপনার সমস্যা না, এটা আমাদের অনেকের ই সমস্যা।

আসল কথায় আসি,
''বিটিভি'' মানুষ কেন দেখে না বলেন তো?
উত্তর অনেক সহজ, ওখানে কোন ''পোকো পোকো'' দেখায় না তাই কেউ দেখে না ঐ চ্যানেল। এখানে ''পোকো পোকো'' বলতে ভালো কিছু বুঝিয়েছি। ঐটা সরকারি চ্যানেল, যে সরকার ক্ষমতায় যায় সে সরকার নিজের প্রশংসা করাতে করাতে এতটাই ব্যাস্ত যে দেশ কে নিয়ে ভালো কিছু দেখানোর সময় ও তাঁদের নেই, তাই কেউ দেখে না।
এখন প্রশ্ন হতে পারে, তাহলে বিটিভি র এ সমস্যা কিভাবে সমাধান হবে? উত্তর অনেক সহজ। ধুমছে ''পোকো পোকো'' দেখানো শুরু করে দেন দেখবেন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাবে এ চ্যানেল। এখানে আমি ''পোকো পোকো'' মানে ''পর্ণ'' বুঝাই নি, এখানে আমি ''নেগেটিভ মার্কেটিং ইফেক্ট এর মাঝে আমি কিছু পজিটিভ ম্যাসেজ দেওয়ার'' কথা বলেছি।

ভাবতেছেন,
কি ব্যাপার ''রাব্বানী ভাই'' আজ পর্ণ নিয়া লেখা শুরু করছে কেন? নির্ঘাত এখানে কোন ''পোকো পোকো'' ইস্যু আছে। হ্যাঁ আসলেই আছে।
আচ্ছা বলেন তো আমি যদি আমার এই লেখার টাইটেল ''পর্ণ প্রসঙ্গ'' না দিয়ে ''ওয়াজ প্রসঙ্গ কিংবা ভালো কোন প্রসঙ্গ'' দিতাম তাহলে আপনি কি পুরা লেখাটা পড়তেন? হয়তোবা পড়তেন না, কিন্তু ''পর্ণ'' লেখা দেখে আপনি পড়েছেন। তার মানে হচ্ছে এটা ''নেগেটিভ মার্কেটিং'' এর ইফেক্ট। ভাই আমার লেখা শেষ। আমি নেগেটিভ মার্কেটিং ইফেক্ট এর মাঝে আমি কিছু পজিটিভ ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এখন সবাই বুঝতে পেরেছেন এই লেখার টাইটেল ''পর্ণ'' দিলাম কেন?

-----গোলাম রাব্বানী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৫

সজিবুল ইসলাম বলেছেন: ভাই আপনার মাথায় বুদ্ধি আছে । চালিয়ে যান

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৭

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই দোয়া করবেন ।

২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৭

আমি শঙ্খচিল বলেছেন: পর্ণ নিয়ে কথা বলতে গিয়ে অনেক কথাই বলা হয়ে গেল ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
প্লেজার টু বি ব্লাফ্‌ড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.