নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

\'\'বারাক ওবামার মনোমুগ্ধকর সেই কথা যা মানুষ কে মানুষ হওয়ার স্বপ্ন দেখায়\'\'

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

২০০৮ সালের শেষের দিকে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে এক অনুষ্ঠানে ''বারাক ওবামা এবং জন ম্যাককেইন'' এর দেওয়া সেই বিখ্যাত বক্তব্যের কথা মনে আছে কারো ???
''জন ম্যাককেইন'' ''বারাক ওবামা'' কে প্রশ্ন করেছিলেন, ''বারাক'' তুমি নিজেও ও তো জানো তুমি একজন কৃষ্ণাঙ্গ। কিন্তু তুমি কৃষ্ণাঙ্গ হওয়া সত্তেও কেন ''হোয়াইট হাউস'' এ যাওয়ার স্বপ্ন দেখো? কারণ ''হোয়াইট হাউস'' তো ''হোয়াইট পিপল'' দের জন্য।
''বারাক ওবামা'' এই কথা শুনে মুচকি হাঁসলেন এবং উত্তর দিলেন, ''জন, একটি কালো মুরগী যদি একটি সাদা ডিম পাড়তে পারে, তাহলে আমি কৃষ্ণাঙ্গ হয়ে হোয়াইট হাউসে যেতে পারবে না কেন?''
তারপরের ঘটনা সবার ই কম বেশি জানা আছে।
উল্লেখ্য, ২০০৮ সালের যুক্তরাষ্ট্র নির্বাচনে এই ২ জন ই ছিলেন প্রার্থী।

আপনি কি ভাবতেছেন?
আপনি কালো মানুষ, তাই মুরগীর মত ডিম পাড়তে বসে যাবেন, তাহলেই সব হয়ে যাবে? দেখি ডিম পাড়তে বসেন তো, কত ক্ষমতা আপনার, বেশি না একটা ডিম পেড়ে দেখান তো দেখি !
আপনি যদি ডিম পেড়ে দেখাতে পারেন তাহলে আমার নিজের খরচে আপনার পছন্দের মুরগীর সাথে কাবিন ছাড়াই বিয়ে পড়িয়ে দিবো। ডিম পাড়তে অনেক মজা তাই না !!!
এইবার চিন্তা করেন তো একটা মুরগী আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করে?

অনেক দুষ্টামি করলাম এইবার টপিকে ফিরে আসি,
আসলে টপিক কিছুই না, জাস্ট ১ টা লাইন বলি,
আপনার মাথায় যদি জিনিস থাকে আপনাকে কেউ কখনও ঠ্যাকাতে পারবে না।
এটা কখনোই দেখার ব্যাপার না, ''আপনি ধনী নাকি গরীব, মেধাবী নাকি মেধাহীন, সুন্দর নাকি কালো, স্মার্ট নাকি ক্ষেত, লাভগুরু নাকি ছেঁকাগুরু, অমায়িকগুরু নাকি গালিগুরু, ভেজাইয়াল্লা গুরু নাকি ভাণ্ডারী গুরু'' !!!
কিন্তু এটা সত্যি ই অনেক বড় ব্যাপার যে ''আপনি আসলে কে?''
আই রিপিট, ''আপনি আসলে কে, কি আছে আপনার মাঝে?''
''আপনি একজন স্বার্থক আমি হন জাস্ট স্বার্থক আপনার জন্য।''
অতীতে আপনি কি ছিলেন সেটা ভুলে গিয়ে এখন ভাবেন যে আপনার এখন কি আছে? আর সেটাই হবে আপনার জন্য ''একজন স্বার্থক আমি'' র সবচেয়ে বড় পরিচয়।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: বারাক ওবামার মুরগীর গল্প পড়ে ভাল লাগল। ধন্যবাদ

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.