নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

হয়তোবা এটাই আমার জীবনের শেষ লিখা !!!

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:০২

ব্লগার নীলয় হত্যা প্রসঙ্গে আবারো কিছু বলতে চাচ্ছি,
ব্লগার নীলয় কে কারা হত্যা করেছে, সেখানে কি বিচার হবে সেটা দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। আমি জাস্ট নিজের মত করে ছোট করে কিছুটা ধারণা দিচ্ছি।

কিছু সুত্রমতে ব্লগার নীলয় হত্যাকাণ্ডে পরোক্ষ ভাবে জড়িত তার কথিত স্ত্রী ''আশামনি'' এবং আশামনির ফ্রেন্ড ''নেংটু সাজু''। আমার যুক্তি হচ্ছে, নীলয় এর হত্যাকাণ্ডে আশামনির বক্তব্য বেশ রহস্যজনক। একেক সময় একেক কথা বলছেন। একটু আইডিয়া দিচ্ছি, আশামনির কথা অনুযায়ী হত্যার সময় হত্যাকারীরা ''নারায়ে তাকবির, আল্লাহু আকবার'' বলতে বলতে হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং তাদের মুখে বড় বড় দাঁড়ি ছিল। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ''নারায়ে তাকবির, আল্লাহু আকবার'' এই স্লোগান সাধারণত একটা রাজনৈতিক দল দিয়ে থাকে। আশামনির এ কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ঐ রাজনৈতিক দল এ কাজ ঘটিয়েছে। ওকে ফাইন। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন সন্ত্রাসী যত বড় ধরনের ই হোক না কেন হত্যাকাণ্ডের সময় সে চায় নিজের পরিচয় গোপন রাখতে। তার মানে ''নারায়ে তাকবির, আল্লাহু আকবার'' ঐ স্লোগান টা বলার উদ্দেশ্য ছিল অন্য কাউকে ফাসিয়ে দেওয়া কিংবা একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা। আরেকটা জিনিস খেয়াল করুন, আশামনি বলেছেন নীলয় মৃত্যুর আগে নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করে নি, কিন্তু পুলিশের আইজিপি তা নাকচ করে দিয়েছেন। ধরে নিলাম পুলিশের বক্তব্য মিত্থা। ভাই, পুলিশের তো ঠ্যাকা পড়ে যায় নি পতিতাবৃত্তি কে পাহারা দেওয়ার জন্য অনুমতি দিতে হবে। এখানে পুলিশ কে ফাঁসানর চেষ্টা করা হচ্ছে। তাছাড়া নিলয়ের শেষকীর্তিতে আশামনি ছিল ই না। স্বামী র শেষকীর্তিতে স্ত্রী থাকবে না এখানেও রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে।

''নেংটু সাজু'' র ফেবু আইডি ঘাঁটাঘাঁটি করলাম। তাতে মনে হল আমার জীবনে ভিজিট করা সবচেয়ে নিকৃষ্ট মানুষের আইডি হচ্ছে ''নেংটু সাজু'' র আইডি। আমি কখনও ভাবি নি এতো নিকৃষ্ট মানুষের আইডি আমাকে ঘাঁটতে হবে। যাই জাস্ট, একটু ভাবার চেষ্টা করেন উত্তর হাতে পেয়ে যাবেন। সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।

তথাকথিত মুক্তমনাদের কে উদ্দেশ্য করে বলছি, সকলের কাছেই ধর্ম মহান। ধর্ম টা অনেক সেনসিটিভ একটা ইস্যু। আমরা মানি বা না মানি কিংবা জানি বা না জানি দিন শেষে আমরা এই ধর্মের দেবতার নাম করে আমরা ঘুমোতে যাই এবং ঘুম থেকে উঠি আর আমরা ভাবি, আমরা ধর্মভীরু মুসলমান, ধর্মভীরু হিন্দু, ধর্মভীরু বৌদ্ধ আর নয়তোবা ধর্মভীরু খ্রিস্টান। আর এটাই আমাদের প্রথম এবং শেষ পরিচয়। তাই ধর্ম কে নিয়ে আজেবাজে কিছু করবেন না।

জয় হোক সত্যের, জয় হোক মানবতার, জয় হোক মনুষ্যত্বের।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্ট। ভাল লাগা রইল।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৮

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: +++++

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৩

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৫

ফুলফোটে বলেছেন: অনেক ভাল লিখেছেন...ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৪

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

স্বাধীনতা_bd বলেছেন: একই মত....! ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৭

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ১১ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তথাকথিত মুক্তমনাদের কে উদ্দেশ্য করে বলছি, সকলের কাছেই ধর্ম মহান। ধর্ম টা অনেক সেনসিটিভ একটা ইস্যু।
চমৎকার গুছিয়ে লিখেছেন
ভীষন ভালো লাগলো
অনেক ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.