নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

\'\'আলগা মফিজ\'\'

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫

আমার বাসার বাড়িওয়ালা বিরল প্রজাতির এক প্রাণী কিন্তু অতি মাত্রায় বহুমুখী প্রতিভার অধিকারী। উনি হাত দিয়ে ভাত খাইতে পারেন, আগুন দিয়ে বোম্বা ধরাতে পারেন, বউ কে জানু বলে ডাকতে পারেন ইত্যাদি ইত্যাদি গুণগুলো তার আছে এবং এগুলো তিনি তার বন্ধু দের কে গর্বের সহিত বলে থাকেন। এতে তার বন্ধু রা তাকে কিউট করে ''আলগা মফিজ'' বলে ডাকে।
এগুলো হচ্ছে নিত্তনৈমিত্তিক ব্যাপার। আজকের কথা বলি, সেই সন্ধ্যা থেকে আমার বারান্দার সামনে বসে বসে বন্ধু দের সামনে আড্ডা দিতেছে আর শুরু করছে নতুন টপিক নিয়া আজাইরা চিল্লাচিল্লি। আজকের টপিক ''পলাশীর যুদ্ধ'' কেন হইছে? আমি ড্যাম শিউর, এই ''আলগা মফিজ'' তার ছোট ছেলের ক্লাস ৮ এর সমাজ বইতে মে বি এই লেখা দেখছে তাই শুরু করছে চিল্লাচিল্লি। শালায় নিজে তো কিছু জানেই না বরং আমাকে ও পড়তে দেয় না। কাল মার্কেটিং পরীক্ষা। কিন্তু এই ''আলগা মফিজ'' এর চিল্লাচিল্লির জন্য বই ও ধরতে পারি নাই।
বিএনপি/জামাত,
এরে ভাই আপনারা তো আজেবাজে জায়গায় ককটেল ফুটান এতে মানুষের ক্ষতি হয়। আজ একটু কষ্ট করে আমার বাসার সামনে এই ''আলগা মফিজ'' এর চেয়ারের নীচে একটা বড় সর বোম মারেন না ভাই প্লিজ !!! যেন এই ''আলগা মফিজ'' আর জীবনেও মানুষের ডিস্টার্ব না করে। এতে আমাদের অনেকের উপকার হবে। ভাই পারলে কেউ একটা ককটেল ফুটাইয়া দিয়া যান না ভাই প্লিজ। আপনাদের কে ভোট দিমু, তা ও শালার পাছা বরাবর মারেন ভাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.