নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

একখান জরুরী কথা,

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৮

যারা লেখালেখি করেন বা হালকা পাতলা লেখালেখির চেষ্টা করেন তাদের কাছে আমার বা আমাদের একটাই অনুরোধ লেখা টা ছাড়বেন না প্লিজ ! ভাল/খারাপ যাই লেখেন না কেন সেটা তেমন কোন ব্যাপার না। কিন্তু লেখাটা চালিয়ে যেতে হবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। কে কি বলল বা কে কি ভাবল সেটা ভাবার দরকার নেই। জাস্ট নিজের জন্য লিখবেন, নিজের ভালোলাগার জন্য লিখবেন।

একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ''বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল'' রা আজ বেঁচে আছেন কেবল তাদের লেখার কারণেই। তাদের সময়ে রাজা/বাদশা কিংবা অনেক ক্ষমতাধর মানুষ ও ছিলেন। আমরা কিন্তু তাদের তেমন একটা মনে রাখি নি। কিন্তু আমরা সাহিত্যিক দের মনে রাখছি এবং রেখে যাবো। সাহিত্য হচ্ছে যে কোন জাতির জন্য সবচেয়ে বড় আর্ট কিংবা অনুপ্রেরণা। সাহিত্য হচ্ছে জাতির ভবিষ্যৎ। বর্তমানের ''হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল'' স্যার রা আগামীতে কম করে হলেও দু/তিনশ বছর বেঁচে থাকবেন তাঁদের লেখার জন্য। লেখা এমন একটা জিনিস যেটা পড়া মাত্রই মস্তিস্কে ''মাতাল চন্দ্রবিন্দুর'' মত রহস্যের ছন্দময় খেলা শুরু হয়ে যায়। তবে এ ক্ষেত্রে লেখক কে অবশ্যই পাঠক এর সর্বাত্মক মনোনিবেশ এর জন্য লিখতে হবে।

''সো, এনিবাডি প্লিজ ডোন'ট লিভ ইউর রাইটিং''।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৫

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ধন্যবাদ

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.