![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানি লিওন মানেই পিনিক, দেখতে যেমন মজা ভাবতে তার চেয়ে বেশি মজা, তাই না? আরে ভাই লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা আমরাই তো। চলুন এই প্রসঙ্গে কিছু কথা শেয়ার করা যাক।
সানি লিওন বাংলাদেশে আসছে, সেখানে টিকেটের সর্বনিন্ম মূল্য ১৫,০০০ টাকা। অনেক বেশি ই পিনিক তাই না? নাহলে আমাদের মত এমন একটা দেশে সানি লিওন কে এত্ত টাকা দিয়ে আনবে কেন? একটু বেশি ই পিনিক আমাদের উপরের মহলের মানুষের যারা সানি লিওন কে বাংলাদেশে আনাচ্ছেন।
কিছু মতামত শুনি,
---নিন্ম মধ্যবিত্ত পরিবারের কেউ বলবে ''যেখানে ১০ টাকা দিয়ে ১০ এমবি ইন্টারনেট কিনে সানি লিওন এর আসল রূপ ঝাকানাকা ভাবে দেখা যায় সেখানে ১৫,০০০ টাকা দিয়ে ওকে দেখবো? এটা ওয়াও হাঁসির ব্যাপার, হাহাহাহাহা !!!''
---উচ্চ মধ্যবিত্ত পরিবারের কেউ বলবে ''যেখানে ৩০০ টাকা দিয়ে ১ জিবি ইন্টারনেট কিনে সানি লিওন কে দেখে দেখে সব মুখস্ত হয়ে গিয়েছে সেখানে ১৫,০০০ টাকা দিয়ে ওর নাচ দেখবো নাকি? আসলেই ওয়াও ব্যাপার হাহাহাহাহা !!!''
---খুব বিত্তশালী পরিবারের কেউ বলবে '' যেখানে ১৫,০০০ টাকার সাথে আর কিছু এড করলে পার্মানেন্টলি কত কিছুই করা যায় সেখানে অযথাই টাকা ফেলবো কেন? ওয়াও এর বস্তা হাহাহাহাহা !!!'' আসলেই পিনিক নিতে ভালোই লাগে।
এমন সময় যখন হেফাজতে ইসলাম এর বিরোধিতা করাতে সব দোষ যায় হুজুরদের ঘাড়ে। হুজুর রা ও তাইলে সানি লিওন দেখে? না দেখলে তারা কিভাবে জানলো সানি লিওন কি করে না করে?
কি আজব প্রশ্ন, মিডিয়ার এই যুগে হুজুর কেন, একটা দুধের বাচ্চাও তো জানে সানি লিওন যে অনেক নিষ্পাপ। তো খালি খালি দায় হুজুরদের ঘাড়ে যাবে কেন?
আমার কিছু বলাতে বা না বলাতে সানি লিওনের আসা বন্ধ হয়ে যাবে না কিংবা সে আসুক বা না আসুক তাতে আমার তেমন কোন হেডেক নাই। কিন্তু আমার হেডেক টা হচ্ছে কিছু মানুষের হেফাজতে ইসলামের উপর দায় চাপানোর কাণ্ড দেখে।
কিছু মানুষ হেফাজত ইসলামের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে জানতে চায়, সানি লিওন কে চিনলেন কিভাবে? ও আসলে আপনাদের এতো চুলকানি শুরু হয় কেন?
কি অজ্ঞতার মত প্রশ্ন করে যাচ্ছে, ভাবতেই অবাক লাগে।
যখন শাহরুখ খান, দীপিকা, আরজিত সিং, কিংবা বড় বড় শিল্পী রা বাংলাদেশে এসেছে তখন কিন্তু হেফাজত ইসলাম কিছুই বলে নি, কারণ এটা সংস্কৃতি র অংশ। কিন্তু যখন সানি লিওন কে আনা হচ্ছে তখন ই বেঁকে বসছে হেফাজত ইসলাম। কারণ সংস্কৃতির নাম দিয়ে অপসংস্কৃতি র খেলা শুরু হতে যাচ্ছে। যেটা আমাদের জন্য সুখকর নয়।
কে কি বলুক ন বলুক সেটা নিয়ে আমি কিছু ভাবি না।
স্যালুট তোমায় হেফাজতে ইসলাম। তুমি এক্ষেত্রে সফল হয় বা ব্যার্থ হউ সেটা ব্যাপার না। কিন্তু তুমি মানুষ কে ভাবিয়ে তুলছ সেটাই বড় ব্যাপার। আর ধিক্কার জানাই যারা এর আয়োজক। এর চেয়ে ভালো কোন সেলিব্রেটি অপশন খুঁজলে কি পাওয়া যেতো না?
----গোলাম রাব্বানী
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২০
প্রিয় বিবেক বলেছেন: না থাকার কোন যুক্তি খুঁজে পাচ্ছি না ভাইয়া ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪
হাসিবুল হাসান শান্ত বলেছেন: মু হা হা হা... অস্থির পিনিক ....
হেফাজত ইসলাম এর সাথে আছি...