নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

আসলে ভালোবাসার মানে কি?

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

আসলে ভালোবাসার মানে কি?

শুধুই কি বিএফ/জীএফ নিয়ে ঘুরা?
শুধুই কি নির্দিষ্ট দিনে একটু উপলক্ষের উপহার প্রদান?
শুধুই কি নারী/পুরুষের বন্ধুত্ব নামের আলিঙ্গনের কিস্তিমাত?
শুধুই কি মাংস পিণ্ডের দিকে পিচাশের মত লেলুপ দৃষ্টিতে তাকানো?

আসলে ভালোবাসার অর্থ হচ্ছে স্বীকার করা। স্বীকার করা বলতে ২ টি জিনিস কে বুঝায়,
১ টি হচ্ছে স্বীকার করা যেটি বলতে বুঝি ভালোলাগার মানুষের সব ভালো খারাপ সব বিস্তারিত জেনে শুনে অভিমত দেওয়ার নাম হচ্ছে স্বীকার করা বা মেনে নেওয়া।
আর ২ টি হচ্ছে শিকার করা, যেটি বলতে বুঝি কোন নির্দিষ্ট চাহিদার জন্য নির্দিষ্ট স্বার্থ অর্জনের তাগিদে এক ধরনের পশু শিকারের ন্যায় প্রচেষ্টা কে শিকার বলে।

তাই আমাদেরকে আগে অন্তত শিকার আর স্বীকারের পার্থক্য টা বুঝতে হবে।
আমরা চাই ভালোবাসা সবসময় ই যেন আমাদের ভালোলাগা হয়ে থাকে, যেন বাবা, মা, ভাই, বোন, প্রতিবেশী, স্বামী, স্ত্রী, বন্ধু, বিএফ, জিএফ, ইত্যাদি। এটি যেন কখনোই কোন নির্দিষ্ট মানুষ কে ঘিরে কিংবা কোন নির্দিষ্ট স্বার্থে সাথে না জড়িত থাকে ! আমাদের সম্পর্ক থাকুক আর না থাকুক, আমাদের ভালোবাসা যেন সসময় ই অন্তত ভালোলাগা হয়ে থাকে !

-----গোলাম রাব্বানী

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৫

ফয়সাল খালাসী বলেছেন: ভালো লাগলো :)

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

অগ্নি সারথি বলেছেন: ঠিকাচে। তয় গোলাম রব্বানী মালডা কিডা?

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:০১

ক্ষুদে লেখক বলেছেন: আমার ভাষায় ভালোবাসা হলো পছন্দের মানুষটির মঙ্গলের জন্যে তাকে দূরে সরিয়ে দেওয়াতার পাশে হাত ধরে বসে না থকেও ছায়ার মতো তার সঙ্গী হওয়া :)

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.