নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ভাই,ভাইয়া/আপু,আপা এর মানে ???

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০১

কোন তরুণ যখন তরুণী কে দেখা মাত্রই আপু/আপা বলে ডাকে, তার মানে হচ্ছে সেই আপু/আপা নাম ধরে ডাকা রহস্যজনক।
কারণ, ''আপু=আমার পুতুল, এবং আপা=আমার পাখি''।
তার মানে ভবিষ্যৎ এর ইনটেনশন ভালো না।

কিংবা কোন তরুণী যখন তরুণ কে দেখা মাত্রই ভাই/ভাইয়া বলে ডাকে, তার মানে হচ্ছে সেই ভাই/ভাইয়া নাম ধরে ডাকা ও রহস্যজনক।
কারণ, ''ভাই= ভালোলাগার ইতর, এবং ভাইয়া= ভালোবাসার ইতর আমার''
তার মানে ভবিষ্যৎ এর ইনটেনশন ও কিন্তু ভালো না।

সুতরাং, তরুণী কে দেখা মাত্র খালাম্মা/নানু/দাদু এবং কোন তরুণ কে দেখা মাত্র খালুজি/নানা/দাদা বলে ডাকতে পারেন। তবে সেক্ষেত্রে ঐ নাম ধরে ডাক দিয়েই কিন্তু সাথে সাথে দৌড় শুরু করে দিতে হবে নাহলে মাইর একটা ও মাটিতে পড়বে না......!!!

নোটঃ আমাকে কেউ নৈতিক মূল্যবোধ না শিখালে অনেক খুশি হব। তাছাড়া একটা ফানি পোস্ট।

-----গোলাম রাব্বানী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮

রাজীব বলেছেন: :P :P

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.