নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল স্যার এর কলুষিত আদর্শ !!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

ইতোমধ্যে অনেকেই অবগত হয়েছেন যে, কয়েকদিন আগে ''শাবিপ্রবি'' তে ছাত্রলীগ কর্মী দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গোটা বাংলাদেশে একযোগে তোলপাড় সৃষ্টি হয়েছিলো। এবং এ ঘটনার জের ধরে ছাত্রলীগ এর ৩ কর্মীকে বহিষ্কার ও করা হয়েছে।

''জাফর ইকবাল স্যার'' এই ঘটনার পর প্রতিবাদ করে বলেছিলেন, আমার দুঃখ হয় ''যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো, সে জয় বাংলা স্লোগান দিয়েই ছাত্রলীগ শিক্ষক কে পেটাল এবং এরা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত।''

কিন্তু কি এমন ঘটে গেল যে হাতে গোনা কয়েকদিন পর গতকাল ''জাফর ইকবাল স্যার'' বলে বসলেন যে ''যারা এ হামলা করেছে তারা ছাত্রলীগ এর অবুঝ বাচ্চা, তারা কিছুই বুঝে না, ওদের এখন বুঝার বয়স হয় নি, তাদের কে ব্যাবহার করা হয়েছে, তাদের কে শাস্তি দেওয়া ঠিক হয় নি, এমনকি তাদের কে বহিষ্কার করাতে তিনি অনেক দুঃখ পেয়েছেন।''

কেয়া বাথ হে ওস্তাদ জি ???

জাফর ইকবাল স্যার,
আমি বলি, আপনি যা বলেছেন এগুলো ''পলিটিকেল ষ্টেটমেন্ট'' এ মানায়, কিন্তু আপনার মত একজন আদর্শিক মানুষের মুখে মানায় না। এই কথা যদি ''বিএনপি/আওয়ামিলীগ/জামাত কিংবা লাঙ্গলের নেতা রা বলতেন তাহলে আমি মেনে নিতাম।'' কারন তাদের কাজ হচ্ছে ''পলিটিকেল ষ্টেটমেন্ট'' দেওয়া। কিন্তু আপনার কাজ হচ্ছে ''আদর্শিক ষ্টেটমেন্ট'' দেওয়া। তাই আমি এ কথা মেনে নিতে পারলাম না !!!

স্যার, একটা কথা মনে রাখবেন গোটা দেশে যখন সহিংসতা চলতে থাকে তখন আমজনতার দৃষ্টি থাকে শিক্ষক মহল এবং লেখক মহলের দিকে। কারন সবাই বিশ্বাস করে, দেশের সব মানুষ বিক্রি হয়ে গেলেও এই ২ শ্রেণীর মানুষ কখনও বিক্রি হবে না। কারন উনাদের জায়গা টা অনেক বড় আদর্শিক জায়গা। যেখানে ২ স্তরেই আপনার পদচারনা। অন্তত আপনার কাছ থেকে এমন কথা শুনবো বলে ভাবি নাই। যে ভুল তাকে ভুল বলেতেই হবে, যে অপরাধী তাকে অপরাধী বলতেই হবে। কিন্তু আপনি কি প্রমাণ করতে চাইলেন? তাহলে কি আপনাকে আদর্শিক জায়গায় রেখে নিজের আদর্শ কে কলুষিত করেছি?

আমি আমার প্রশ্নের উত্তর চাই !!!
কেউ কি আছেন যিনি উত্তর দিবেন ???

-----গোলাম রাব্বানী

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.