![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মানুষটি চলে যাওয়ার পর ভিন্ন প্রান্তের মানুষটি নিথর/নিস্প্রান দেহের ম্যাসেজগুলো পড়তে থাকে, চোখের কোনে অশ্রু জমতে থাকে, অশ্রুরা গড়িয়ে পড়বে বলে নিজের অস্তিত্ব ভারি করে, চোখের সামনে ভেসে উঠে ভালোবাসার প্রথম দিকে সুখময় অনুভূতিগুলো, বৃষ্টির দিনে রিক্সার হুট উঠিয়ে সজোরে জড়িয়ে ধরে চুমু খাওয়ার মুহূর্ত, অভিমান ভাঙ্গানোর জন্য কান ধরে উঠবস করার স্মৃতি, মিত্থা অজুহাতে বারংবার দেখা করার ছলনা !!!
সে যাওয়ার সময় বলে গিয়েছে, ''অনেক বেশী ভালো থেকো''। প্রিয় মানুষটি ও চায় সে চলে গেলেও যেন তার প্রিয় মানুষটি অনেক ভালো থাকে। কিন্তু সে নিজেই হয়তো জানে না ভালো থাকার সকল আসবাবপত্র সে সাথে করেই নিয়ে যাচ্ছে, যেখানে তাকে ছাড়া তার ভালো থাকা কেবলই স্বপ্ন !!!
---গোলাম রাব্বানী
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
প্রিয় বিবেক বলেছেন: ওকে ভাই
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪
এ কে এম রেজাউল করিম বলেছেন: সে নিজেই হয়তো জানে না ভালো থাকার সকল আসবাবপত্র সে সাথে করেই নিয়ে যাচ্ছে, যেখানে তাকে ছাড়া তার ভালো থাকা কেবলই স্বপ্ন !!!
লেখক ভাই ভালো থাকেন কামনা করি।
ভুক্ত ভূগিদের (আমিও একজন) প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪
প্রিয় বিবেক বলেছেন: আপনাকে ও ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
ময়না বঙ্গাল বলেছেন: সালাম নিবেন ভাই । সামনে মত চিন্তা বিনিময় করতে চাই ভাই ।