নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

পাবলিক বাসে চলাচলের সময় কিছু কাণ্ড !!!

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০




ইপিক১ঃ বাস যখন রাস্তার মোড়ে মোড়ে থামিয়ে যাত্রী নেয় !!!
--মধ্যবয়সী যুবক ড্রাইভার কে উদ্দেশ্য করে বলে ''ঐ বেটা নাটকীর নাতি'' গাড়ি ছাড়বি নাকি গালি শুনবি?
--বৃদ্ধ চাচা কথা বলতে পারে না তাও কাঁপাকাঁপা গলায় বলে, ''ওরে বাবা গাড়ি টা ছাড় না, আর কত লোক উঠাবা, অফিস টাইম তো শুরু হয়ে গেলো।''
--টুপি মাথায় দেওয়া হুজুর ড্রাইভার কে উদ্দেশ্য করে বলে ''ঐ শালার পুত শালা, গাড়ি ছাড়স না কেন? তোগরে পরে গালি দিলে তো কবি আবার হুজুর মানুষ গালি দেয়। তখন পাশের দুষ্ট ছেলেটি বলে উঠে, ভাই শালার পুত শালা কি গালি না? ওয়াও।''

ইপিক২ঃ হেল্পার যখন ভাড়া তুলতে যায় !!!
--বৃদ্ধ চাচা হেল্পার এর কাছ থেকে ২ টাকা ফেরত চেয়ে না পেলে শুরু করে দেয় গালিগালাজ আর বলে ''ব্যাটা ২ টাকার মুড়ি কিনলে আমি বাসা থেকে অফিস পর্যন্ত মুড়ি চিবাবো, তাও শেষ হবে না মুড়ি, আর তুই আমারে ২ টাকা কম দেস কোন সাহসে?''
--স্টুডেন্ট রা কখনও ১০ টাকার ভাড়া ২ টাকা দিয়ে বলে মামা স্টুডেন্ট। এতে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়। কিন্তু স্টুডেন্ট ভুলে যায় সে আসলে ছাত্র নাকি অন্য কিছু।''

ইপিক৩ঃ যাত্রী যখন বাস থেকে নামতে যায় !!!
--আবালবৃদ্ধবনিতা সবাই একসাথে বলে উঠে ঐ ব্যাটা ''ডোঙার নাতি ডোঙা'' গাড়ি তে উঠাস এত্ত আদর করে আর নামানোর সময় খেয়াল থাকে না কেন?

ড্রাইভার, হেল্পার সব গালিগালাজ শুনে মুখ বুজে সহ্য করে নেয়। কারণ এটাই তাদের জীবিকার উৎস। আপনারা হয়তো জেনে থাকবেন একটি বাসের দৈনিক ভাড়া ২৫০০ এর উপরে, তারপর গ্যাস/তেল বিল ১৫০০ এর উপর তারপর আর এদিক সেদিক বিল ১০০ এর উপর, আর সার্জন ধরলে তো ক্তহাই নাই। এ সব যোগ করলে হয় ৪,২০০ টাকার মত। তার মানে হচ্ছে প্রতিদিন একটি বাসের সর্বনিন্ম খরচ প্রায় ৪,০০০ টাকা। তার পর হেল্পার ২ জন কে ৩৫০ করে দিলে ৭০০, আর তারপর যা থাকে তা বাসের ড্রাইভার পায়। এখন আপনি ই চিন্তা করুন, কত কষ্টের পর একটি বাস দৈনিক এত টাকা ইনকাম করে? তারপরেও ড্রাইভার কে অকথ্য ভাষায় গালাগাল দেই, ঠিক মত ভাড়া দেই না, ভাড়া চাইতে আসলে বলি পরে দিব, কিন্তু আসলে ভাড়া মেরে দেই।

আমরা মনে করি ড্রাইভার এর ২ টাকা ভাড়া মেরে দিলে কিচ্ছু হবে না, কিন্তু এরকম শত শত ২ টাকা এক করার পর দিন শেষে তার মুখে হাঁসি ফুটে। আপনার পকেটে যদি ভাড়া না থেকে থাকে বা কম থেকে থাকে তাহলে হেল্পার কে বলেই দেখেন, সে আপনাকে কিচ্ছু বলবে না। কিন্তু সমস্যা টা হয় যখন আপনি ভুল করেও বড় গলায় কথা বলেন। সে জানে আপনি ভুল তারপরেও সে হার মেনে ন্যায় আপনার থেকে ২ টা টাকা পাবে বলে। কারণ এই ২ টাকার দিকে তাকিয়ে আছে তার পরিবার। একবার চিন্তা করুন তো, ড্রাইভার এর ছেলে যখন তার বাবার গাড়িতে চড়ে বাবা কেমন গাড়ি চালায় তা দেখবে তখন সে যদি শুনে তার বাবাকে জীবিকা নির্বাহের জন্য এত্ত খারাপ ভাষায় গালি শুনতে হয়, তাহলে তার অনুভূতি কি হবে, একবার ভাবুন তো , জাস্ট একবার ভাবুন, প্লিজ !!!
নিজেকে বদলে ফেলুন, বাংলাদেশ এমনিতেই বদলে যাবে !!!

---গোলাম রাব্বানী

মন্তব্য ৬৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২

আরণ্যক রাখাল বলেছেন: সত্যিই ভাববার বিষয়

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

প্রিয় বিবেক বলেছেন: সেটাই ভাই, সত্যি ই ভাবনার বিষয়।

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

এহসান সাবির বলেছেন: আপনার পকেটে যদি ভাড়া না থেকে থাকে বা কম থেকে থাকে তাহলে হেল্পার কে বলেই দেখেন, সে আপনাকে কিচ্ছু বলবে না।
সঠিক।

ভালো পোস্ট।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২

ছাসা ডোনার বলেছেন: আমাদের দেশে গাড়ীগুলিকে নির্দিস্ট স্থানে (স্টপেজে) থামার জন্য নিয়ম করে দিলেও তারা রাস্তার কোন নিয়ম কানুন না মেনে থামিয়ে থামিয়ে যাত্রী উঠায়। এজন্যই যানযটের সৃস্টি হয়। তাই প্রত্যেক চালককেই স্টপেজে গাড়ী থামানোর জন্য বাধ্য করানো উচিত। যেসব ট্রাফিক পুলিশ এই দায়িত্ব পালনের জন্য থাকে তারাও এই দিকে কোন খেয়াল করে না। যানযট কমানোর আসল উপায় হলো বাসগুলোকে যথাস্থানে থামানোর জন্য বাধ্য করানো।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

প্রিয় বিবেক বলেছেন: ভাই এটা অ্যামেরিকা না, এটা বাংলাদেশ সেটা আপনাকে মনে রাখতে হবে। তবে ভালো বলছেন

৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৩

হাসান মাহবুব বলেছেন: একমত।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২

আহলান বলেছেন: বাস্তব .।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬

রাবার বলেছেন: আপনার লিখার সাথে সহমত ভাই। তবে ব্লগার ছাসা ডোনার এর কথাও সত্য।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন। তবে ভাই এটা অ্যামেরিকা না, এটা বাংলাদেশ সেটা আপনাকে মনে রাখতে হবে। তবে ভালো বলছেন

৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২

নাবিক সিনবাদ বলেছেন: হুম ঠিক।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গোলাম রাব্বানী কে ভাই??

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

প্রিয় বিবেক বলেছেন: ব্লগার প্রিয় বিবেক ব্লগার এর আসল নাম গোলাম রাব্বানী।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

আলোর সওয়ারী বলেছেন: প্রশংসনীয়!!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

রংহীন-পানি বলেছেন: তাঁদের অনুভূতি গুলো বোঝার মানুষের খুব অভাব....
ধন্যবাদ লিখার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য........................।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২

এস কাজী বলেছেন: ঠিক বলসেন !!!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০

গেম চেঞ্জার বলেছেন: একবার চিন্তা করুন তো, ড্রাইভার এর ছেলে যখন তার বাবার গাড়িতে চড়ে বাবা কেমন গাড়ি চালায় তা দেখবে তখন সে যদি শুনে তার বাবাকে জীবিকা নির্বাহের জন্য এত্ত খারাপ ভাষায় গালি শুনতে হয়, তাহলে তার অনুভূতি কি হবে, একবার ভাবুন তো , জাস্ট একবার ভাবুন, প্লিজ !!!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন। কেন এটা ভুল বলছি নাকি ভাই?

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২

ভ্রমরের ডানা বলেছেন: দারুন বিষয় অবতারণা করেছেন। খুব ভাল লিখেছেন। সহমত পোষন করছি।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটা বিষয় নিয়ে লিখেছেন, অনেকে অহেতুক হেলপার আর কন্ডাক্টরের সাথে তর্ক করে ---- মালিক যে ভাড়া বেধে দেয় তারা কিন্তু সেটাই কালেক্ট করে ------- আমরাই অনেক সময় তাদের সাথে মিস বিহেব করি- যা অনুচিত

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন। আপনি বিষয় টি ধরতে পেরেছেন ভাইয়া।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো কথা বলেছেন ভাই :)
চিন্তার বিষয়।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ইমরান আশফাক বলেছেন: সাব্বাস, চমৎকার এবং সময়পোযোগী পোস্ট।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

সুমন কর বলেছেন: সহমত। বেশ মজা করে লিখেছেন !! !:#P

কিন্তু যারা ভাড়া তুলে, তারা মাঝে মাঝে ইচ্ছে করে বেশী ভাড়া চায়। X(( দেখে পাওয়া যায় কিনা !!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

প্রিয় বিবেক বলেছেন: হুম, সেটা ভাই সবাই চাইবে। তাদের অবস্থা টা একটু চিন্তা করেন।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

সাইফুর রহমান পায়েল বলেছেন: নিজেকে বদলে ফেলুন, বাংলাদেশ এমনিতেই বদলে যাবে !! এই বদলের শুরু করতে হবে নিজের থেকে।
আমার মনে পড়ে না আমি কোনদিন কোন হেল্পারকে গালি দিয়েছি। আজ থেকে কোনদিনও যেন আর খারাপ আচরনও না করি।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

প্রিয় বিবেক বলেছেন: সেটাই ভাই

১৯| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

ইকরাম বাপ্পী বলেছেন: অসহমত


সুযোগ বুঝে যখন ভাড়া বেশি আদায় করে তখন??? খেয়াল করে দেখে নানা সময়...... হঠাৎ করে তারা সার্ভিস চেঞ্জ করে? ভাড়া চেঞ্জ করে? এটা কি ঠিক?? খারাপ ভাল সব জাগাতেই আছে। তারা যাত্রীদের জিম্মি করে মাঝে মাঝে তাদের পাওনা বুঝে নেয়। গতকালের কথাই ধরেন। মিরপুর এলাকার মানুষের অবস্থা কি হয়েছে?? কারন কি? পরিবহন শ্রমিককে জেল দেওয়া হয়েছে। কেন? ভাড়া বেশি রাখার কারনে। শেষে এই যাত্রীদের জিম্মি করে সেটাও তারা আপোশ করিয়ে নিয়েছে।

ভালো কিছুর জন্য কেবল একমুখী পদক্ষেপ সেই ভালো কিছু অর্জনের জন্য যথেষ্ট নাহ... ... কোনভাবেই নাহ। তার সাথে কিছুটা কঠোরতা অবশ্যই অবশ্যই প্রয়োজন। কিন্তু পরিবহন শ্রমিকদের আপনি তার অধীনে আনতে পারবেন না, কারন তাদের জিম্মি হবার মত আপনি আমি আছি।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

প্রিয় বিবেক বলেছেন: বুঝলাম, কিন্তু আমার আপনার মত যারা কয়েক টাকা ভারার জন্য তাদের ধরে মারে, তখন আপনার কাছে কি মনে হবে?

২০| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

নয়ন্ বলেছেন: যদিও অনেকদিন(১০ বছর) যাবৎ দেশের বাহিরে, তারপর ও ভাবছি আগের দিনগুলো। অণেকদিন পর মনে করালেন।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া রাখেবন।

২১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: প্রচলিত ধারার বাহিরে সুন্দর ভাবনা।।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া রাখেবন।

২২| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১

ক্যান্সারযোদ্ধা বলেছেন: " একবার চিন্তা করুন তো, ড্রাইভার এর ছেলে যখন তার বাবার গাড়িতে চড়ে বাবা কেমন গাড়ি চালায় তা দেখবে তখন সে যদি শুনে তার বাবাকে জীবিকা নির্বাহের জন্য এত্ত খারাপ ভাষায় গালি শুনতে হয়, তাহলে তার অনুভূতি কি হবে, একবার ভাবুন তো , জাস্ট একবার ভাবুন, প্লিজ !!!
নিজেকে বদলে ফেলুন, বাংলাদেশ এমনিতেই বদলে যাবে !!!
---গোলাম রাব্বানী।" অব্যর্থ লেখা।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

প্রিয় বিবেক বলেছেন: ভাই, অব্যর্থ লেখা বলতে কি বুঝালেন?

২৩| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিবেক ভাই
বিবেকের তাড়নায় সুন্দর কথামালায় ড্রাৃইভার কাব্য রচনা করছেন।
তবে আপনি শুধুমাত্র ড্রাইভারের জয়গান করে গেছেন এবং ড্রাইভারদের
জন্য একটা সফট কর্ণার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তবে বিনীত ভাবে আপনাকে
মুদ্রার অপর পিঠের গল্পটিও বলা উচিৎ ছিলো। ড্রাইভার ভাইয়েরা বিচ্ছিন্নভাবে কিছু
যাত্রীদের কাছে নিগৃহীত হলেও যাত্রীদের বিরাট অংশ কিন্তু ড্রাইভারদের দ্বারা নিগৃহীত হয়।
শত অনুরোধেও তারা থাকে নির্বিকার যখন পুরো গাড়ীটি যাত্রী পূর্ণ থাকলেও গাড়িটি
চলতে গড়িমসি করে। গাড়ী ভরলেও তাদের চোঁখ ভরেনা। উদাস নয়নে তারা সময় ক্ষেপন করে
স্টান্ডে অথবা ্স্টান্ডের বাইরে। যত্রতত্র গাড়ি পার্ককরে যাত্রী তোলা এবং তাদের খামখেয়ালীতে
যাত্রীদেরকে আগে নামতে কিংবা পরবর্তী স্টেশনে নামতে বাধ্য করা। সিটিং এর নামে গেট লক বলে
অতিরিক্ত ভাড়া আদায় করা এসব চিত্র আমরা প্রতিনিয়ত প্রতক্ষ্য করি। আপনি করেন নি? যা হোক
আমরা তাদের মানুষ ভাবতেই পছন্দ করি কিন্ত তারা যাত্রীদের মানুষ ভাবে কী? যত সিটের বাস তার
থেকে ২/৩গুন যাত্রী তুললেও যখন ২/১ টাকা কম দিতে চাইবেন তখন তাদের রুদ্র মূর্তির সম্মুখীন হয়েছেন
কখনো? অনেক সময় ভাড়া পরিশোধ করেও তাদের ভুলে যখন আবার ভাড়া চাইবে আর যখন তাকে বলা হবে
ভাড়া পরিশোধ করা হয়েছে তখন তাদের চোঁখের দিকে তাকিয়েছেন কখনো? ভাবটা এমন যে আপনি ভাড়াটা মেরে
দিয়েছেন তা কিন্তু সে বুঝতে পেরেছে(!) যা যাত্রীকে নিরবে নাজেহাল করার সামিল। ড্রাইভার ভাইয়েরা বদলে যান, দেখবেন
যাত্রীরাও বদলে গেছে।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

প্রিয় বিবেক বলেছেন: ভালো বলছেন ভাই।

২৪| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

শেখ মফিজ বলেছেন: আপনি কি জানেন চট্টগ্রামে পাবলিক বাস গুলির গতি ঘণ্টায় মাত্র
৬ থেকে ৭ কিলোমিটার । গাড়ী দাড়ালো তো চলবার নাম নেই ।
কখন ও কখন একই যায়গায় ১০ মিনিট বা তার ও বেশী সময় কাটায় ।
আপনি নেমে যাবেন , উপায় নেই
কারণ উঠলেই সব্বনিম্ন ভাড়া হিসাবে সে বেশী ভাড়া নিয়ে রেখেছে ্
এটা শ্রমিক মালিকের একে ধরণের অত্যাচার ।
আমাদের দেশে যার যে টুকু ক্ষমতা সে তার ভেতরেই অত্যাচারী ।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০

প্রিয় বিবেক বলেছেন: আমি ঢাকা থাকি সে দৃষ্টিকোণ থেকে বলেছি ভাইয়া

২৫| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২

টেনিদা বিভ্রাটে বলেছেন: অবশেষে ওদের পক্ষে বলার জন্য ধন্যবাদ । পূর্ণ সহমত .।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন।

২৬| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

অবনি মণি বলেছেন: ঠিক বলেছেন । ৫ টাকার জায়গায় ১০ টাকা নিলেও আমি কিন্তু খুশি হইয়া যাই কারণ আমার ২০০ টাকার ১৮০ টাকা বেঁচে যায় ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

প্রিয় বিবেক বলেছেন: কিভাবে ভাই?

২৭| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

অবনি মণি বলেছেন: বাসে যে জায়গায় পাঁচ টাকা ভাড়া সেখানে সিএঞ্জি চায় ২০০ টাকা ! অতএব কোনোমতে কষ্ট করে উঠতে পারলেই বেঁচে যায় ! পেরেছি আমি ৩/৪ বার । দূরে কোথাও বেশী যাওয়া হয়না আর আমার নিয়মিত রাস্তা রিক্সার ।

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭

প্রিয় বিবেক বলেছেন: হুম বুঝলাম।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অবনি মনি আপনি চেষ্টা কররলে ৫০০ টাকা বাচাতে পারবেন,
সিএনজির দর দাম না করে ট্যাক্সিক্যাবের ভাড়া শুনে নিবেন
পরে বাসে উঠবেন। দেখবেন ৫০০/৬০০ বেচে যাবে!

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭

প্রিয় বিবেক বলেছেন: ভালো বলেছেন ভাইয়া।

২৯| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সবাই কিন্ত বলে ভালো
তবে কর্মে নয়।
ভালো করতে মুখে নয়
কর্মে দেখাতে হয়।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

প্রিয় বিবেক বলেছেন: সেটাই ভাইয়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৪

প্রিয় বিবেক বলেছেন: সেটাই ভাইয়া।

৩০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৪

প্রিয় বিবেক বলেছেন: সবাইকে ধন্যবাদ।

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

আলোর সওয়ারী বলেছেন: একটা মানবিক লেখা। যাজাকাল্লাহু খইরন।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩২

প্রিয় বিবেক বলেছেন: যাজাকাল্লাহু খইরন।

৩২| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১৭

দূরের যাত্রী বলেছেন: আমি ছাত্র অবস্থায়ও স্টুডেন্ট হাফ ভাড়া এই নীতিকে ঘৃণা করতাম। বাসওয়ালা কি এই বাবদ কোন ভর্তুকি পায় সরকার থেকে?
তাছাড়া অসংখ্য মানুষ স্টুডেন্ট দাবী করে আসলে তারা স্টুডেন্ট নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.