![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে যদি ভালো না লাগে তাহলে তাকে ঝুলাইয়া রাইখ না প্লিজ !
তুমি মজা করার ছলে কিংবা টাইম পাস করার জন্য রাতের পর রাত তার সাথে ফোনে কথা বলো, তার সাথে ঘুরতে যাও, তাকে স্বপ্ন দেখাও, মাঝে মাঝে দুষ্টামি করে তার হাত ধর, কিন্তু সে মনে করে তুমি তাকে পছন্দ করো বলেই তুমি তার সাথে এসব করতেছো। সে অলরেডি তোমাকে নিয়ে ফিউচার প্ল্যান করে ফেলছে।
ইনাপ ইজ ইনাপ !!!
এতদিন যা করছ সব দুধভাত। কেউ যদি তোমার পেছনে ঘুরে কিন্তু তাকে যদি ভালো না লাগে তাহলে আজই জানিয়ে দাও তাকে তোমার ভাল লাগে না। যেভাবেই হোক তাকে ফিরিয়ে দাও। তুমি হয়তো অজুহাত দিবা, ''সে এতে অনেক কষ্ট পাবে, তাই আমি তাকে মানা করতে পারবো না।'' ভেরি গুড, তোমার তো দেখি অনেক মায়া !!!
শুনো, এই মায়া দিয়ে কোন লাভ হবে না। যদি তুমি তার জীবনে না ই যাও, তাহলে সে কষ্ট পাবেই পাবে, আজ না হয় কাল। হয়তো ঘুমের ট্যাবলেট খাবে, হয়তো কাটাকাটি করবে, হয়তো অনেক পাগলামি করবে। কিন্তু একদিন না একদিন সে ঠিক হয়ে যাবে। তুমি যদি তাকে না ই চাও তাহলে তাকে ঝুলাইয়া না রেখে মানা করে দাও। এটা তোমার দোষ না। বরং এটা প্রমাণ করবে তুমি একজন ভালো মানুষ।
একটা কথা মনে রাইখো,
''Where there is any consideration, there is no love &
Where there is any love, there is no consideration.''
জীবনের সবচেয়ে মূল্যবান সিদ্ধান্ত টা আগে ভাগে নেওয়াই ভালো। হয়তো কয়েকদিন তোমার অনেক কষ্ট হবে, মরে যেতে ইচ্ছে করবে, নিজের অজান্তেই কান্না করবা, ঘুমের ট্যাবলেট খাবা, কিন্তু তাও তোমার জন্য ভালো। কয়েকদিন খিঁচ খাইয়া পইড়া থাক, দেখবা তুমি ঠিক, তোমার পৃথিবী ও ঠিক।
অবশ্যই মাথায় রাখবা, ভালোবাসার মানুষ কে কখনও শতভাগ নির্দোষ ভেবে ফেরেশতার আসনে বসাইয়ো না। দিন শেষে সে ঠিক ই অসারতা ভেঙ্গে প্রমাণ করবে সে ফেরেশতা ছিল না, সে একজন মানুষ ছিল মাত্র !!!
---গোলাম রাব্বানী
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২
টয়ম্যান বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ
৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
অন্নপূর্ণা বলেছেন: ভাল ভালো
৫| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
বাংলার জামিনদার বলেছেন: গিয়ানি কথা, কিন্তু যে শয়তান সে তো ঝুলাইয়াই মজা পায়। ইট ইজ জাস্ট নাম্বার।
৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪
বিপরীত বাক বলেছেন: তাইলে বাঙলা মার্কা মানসিকতা প্রদর্শন হবে না তো! তাহলে?
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯
নাবিক সিনবাদ বলেছেন: হ সইত্য কথা
