![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক মিনিট আগের জীবিত মানুষটির শরীরে এক মিনিট পর যখন প্রাণের অস্তিত্ব থাকে না, তখন তাকে লাশ বলা হয়। ''লাশ'' অনেক সেন্টিমেন্টাল একটি শব্দ। এই লাশ শব্দটির সাথে অনেক বেদনা জড়িত থাকে। ৭০/৮০ বছরের জীবন্ত মানুষ টি ৭০/৮০ বছর ধরে সবার কাছে প্রিয় মানুষ হিসেবে স্থান পেলেও এক আকস্মিক মৃত্যু তে প্রিয় সব মানুষগুলোর কাছে এক মুহূর্তের মধ্যেই অপ্রিয় হয়ে যায়।
অনেক অদ্ভুত এ লাশের গন্ধ। কেমন যেন ভুতুড়ে আঁশটে গন্ধ, কেউ ই আঁচ করতে পারে না। প্রচণ্ড ক্ষুধা থাকে এ গন্ধে। হারানোর ক্ষুধা, দুঃখের ক্ষুধা, ক্ষোভের ক্ষুধা, কান্নার ক্ষুধা !!!
নিথর লাশ টি প্রিয় মানুষ গুলো ছেড়ে যেতে চায় না। কিন্তু দুঃখের কথা, প্রিয় মানুষ গুলো এ লাশ কে চায় না। ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কেউ একা লাশের কাছে থাকতে চায় না। অবশেষে লাশ যখন বুঝতে পারে তাকে কেউ চায় না, তখন সে জোরে জোরে চিৎকার করে কান্না করে। কিন্তু আফসোস, সে কান্না স্রস্টা ছাড়া কেউ শুনতে পায় না। আর ভাবতে থাকে সারাজীবন যাদের জন্য এত কষ্ট করলাম সে মানুষগুলোই আমাকে নিতে চায় না! কিন্তু তখন ভাবনার সময় শেষ হয়ে যায়। তখন তার জন্য প্রস্তুতির সময় থাকে। ৩ টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার প্রস্তুতি,
১। মান রাব্বুকা ???
২। ওয়ামান দিনুকা ???
৩। ওয়ামান নাবিউকা ???
প্রশ্ন হচ্ছে, আমরা এই ৩ টি প্রশ্নের উত্তর পারি তো?
আমাদের সকল কাজ এই ৩ টি প্রশ্ন কে কেন্দ্র করে হয় তো?
এই ৩ টি প্রশ্নের উত্তর দিয়ে আমরা জান্নাতবাসী হতে পারবো তো?
---গোলাম রাব্বানী
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২
প্রিয় বিবেক বলেছেন: সেটাই রে ভাই।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১
Abdursad বলেছেন: একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
প্রিয় বিবেক বলেছেন: সেটাই রে ভাই।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ৷
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১
ঢাকাবাসী বলেছেন: জীবিত মানুষরা যদি দিনে একবার মৃত্যুর কথা ভাবত তাহলে পৃথিবীতে পাপ অনেক কমে যেত। হায় তা হয়না, কেউ ভাবেনা সে মরবে!