![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে নারীরা এত নির্যাতিত হচ্ছে কেন?
অনেকেই বলবেন পুরুষের এরোগেন্সি। কিন্তু আমি ব্যাপার টির সাথে সম্পূর্ণ ভাবে একমত নই। এখানে পুরুষের দোষ নেই আমি সেটা বলবো না। তবে এখানে নারীদের দোষ তুলনামূলক ভাবে কম নয়। আমি সেটা বুঝাতে চাচ্ছি।
কিছু প্রশ্ন প্রশ্নের কোঠা তে প্রশ্ন হয়েই থেকে যায়,
--নারীরা বুকে ওড়না রাখে না কেন, কোন ধরনের কালচার এটা?
--নারীরা নারী না হয়ে পুরুষ হতে চায় কেন, কোন ধরনের হিপক্রেসি এটা?
--নারীরা নিজে দোষ করলে মানবতা কিন্তু পুরুষ দোষ করলে অপরাধ কেন?
--নারীরা সবক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে যেয়ে নিজেকে পণ্য বানায় কেন?
--নারীরা লাঞ্চিত হবার পরও নিজেকে শুধরে না নিয়ে আগের মতই চলাফেরা করে কেন?
এক্ষেত্রে নারীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বলতে পারে, ''আমার ওড়না মন চাইলে বুকে রাখবো আর ভালো না লাগলে বাতাসে উড়াইয়া দিব, পুরুষ কে দেখতে বলছে কে?"
তখন পুরুষ এক ধাপ এগিয়ে রিপ্লাই করবে ''আমার চোখ, আমার যা মন চায় তাই দেখবো কারো কোন সমস্যা?" এগুলো বলে আসলে কন্ট্রোভারসি বাড়বে। ব্যাটার হয় নিজেকে সংযত রাখার মাধ্যমে দৃষ্টিভঙ্গি চেইঞ্জ করানোর।
হোয়াটএভার আই এম সেইং হেয়ার দেট ইজ ভেরি মিউন, দো ইটস অ্যা কন্ত্রভারসিয়াল কেইস!!!
আমি জানি এবং খুব ভালো করেই জানি কোন নারীর কাছে আমার এ লেখা ভালো লাগবে না। কিন্তু আপনার কাছে আমার একটি অনুরোধ, রাতে ঘুমানোর আগে জাস্ট ১ মিনিট ভাবেন, জাস্ট ১ মিনিট !!! আমার কথাগুলো মিথ্যা কোন আঙ্গিক থেকে? যদি মিথ্যা হয়েই থাকে তাহলে অনুরোধ রইল আমার ভুল শুধরে দেন। আমি নিজেকে শুধরিয়ে নিব কথা দিলাম। আর যদি আমার ভুল না ধরিয়ে দিতে পারেন তাহলে আমার সাথে একমত হন।
নোটঃ এক্সেপশন কান'ট বি এন এক্সাম্পল !!!
---গোলাম রাব্বানী
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬
প্রিয় বিবেক বলেছেন: ?????
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২
মোঃ হৃদয় শেখ বলেছেন: ''আমার ওড়না মন চাইলে বুকে রাখবো আর ভালো না লাগলে বাতাসে উড়াইয়া দিব, পুরুষ কে দেখতে বলছে কে?"
একটা কথা আছেনা ভাই যে মাছেই ঘু খাইনা কেন নাম হয় রাগা মাছেই সেই রকম আর কী !